গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব

শ্যামা পূজার পরদিন বৃহস্পতিবার পুরান ঢাকার স্বামীবাগের ইসকন আশ্রমে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব হয়। শাস্ত্র মতে, স্বর্গের দেবতা ইন্দ্রের সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসী এবং গোধন রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। সে উপলক্ষে এই পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 02:34 PM
Updated : 8 Nov 2018, 02:49 PM