৯৬ ঘণ্টা পর মোবাইল ইন্টারনেটে এশিয়ান এইজ

চার দিন পর মোবাইল ইন্টারনেটে  খুলেছে ইংরেজি দৈনিক এশিয়ান এইজের অনলাইন সংস্করণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 06:29 PM
Updated : 12 July 2018, 06:46 PM

কৃহস্পতিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকে তাদের পাঠকরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে পত্রিকার অনলাইন সংস্করণ পড়তে পারছিলেন না ।

গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও টেলিটক সব মোবাইল অপারেটরের ইন্টারনেট থেকেই সাইটটি বন্ধ ছিল এবং ৯৬ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকে।

এশিয়ান এইজ বলছে, পত্রিকার অনলাইন সংস্করণ যাতে মোবাইল ইন্টারনেটে দেখা যায় সেজন্য তারা মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করেছিলেন।

তারপরেও কেন এটা ঘটছে, সে বিষয়ে টেলিকম অপারেটর বা বিটিআরসির কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পায়নি যায়নি।