ডিআরইউর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 02:35 PM
Updated : 26 May 2017, 02:35 PM

এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করার পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়।

পরে রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করে ডিআরইউ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে কেক কাটা হয়। আলোচনা ও স্মৃতিচারণ করে ডিআরইউর গঠন প্রক্রিয়ার দীর্ঘ পথ পরিক্রমা নিয়ে বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান নেতারা।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাজাহান সরদার, মাহফুজুর রহমান, এম শফিকুল করিম, শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইলিয়াস হোসেন, রাজু আহমেদ, বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ অন্যরা।

মধ্যাহ্ন ভোজের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ ক্যাম্পাসে আলোকসজ্জা, সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সকল কার্যনির্বাহী কমিটির তালিকা প্রদর্শন করা হয়।

 ১৯৯৫ সালের ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয়।