শেরপুরের নকলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
Published : 21 Sep 2016, 09:31 PM
নকলা থানার ওসি গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদাগৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি (৪৫) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
ওসি বলেন, ঢাকা থেকে শেরপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ওসমান গনি নিহত হন।