বেগুন-লাউপাতা দিয়ে ইলিশ

সুস্বাদু ঝোল ঝোল তরকারি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2015, 01:05 PM
Updated : 7 June 2015, 01:05 PM

রেসিপি দিয়েছেন নদী সিনা।

উপকরণ

ইলিশের টুকরা ৪ থেকে ৫টি। বেগুন ১টি। লাউপাতা ১০ থেকে ১২টি টুকরা করা। আলু ২টি (মাঝারি আকৃতি)। টমেটো ১টি। পেঁয়াজকুচি আধা কাপ। এক চা-চামচ আদাবাটা। মরিচগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। পরিমাণ মতো লবণ। ১/৩ কাপ তেল। কাঁচামরিচ ১ থেকে ২টি। ধনেপাতা প্রয়োজন মতো।

পদ্ধতি

বেগুন ও আলুতে লবণ মাখিয়ে সামান্য তেলে হালকা ভেজে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন।

পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে হলুদগুঁড়া ও মরিচগুঁড়া সঙ্গে লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এক কাপ পানি দিয়ে ঝোল ফুটিয়ে মাছ ও আলু দিন।

পাঁচ থেকে ছয় মিনিট পর হালকা ভাজি করা বেগুন, লাউপাতা ও কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।