আরামের পোশাক ফতুয়া
ইরা ডি. কস্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2015 05:02 PM BdST Updated: 27 May 2015 05:02 PM BdST
-
দৈহিক গড়ন ও বয়স বুঝে ফতুয়া বেছে নিলে দেখতে লাগবে বেশ। মডেল: ঝরা ও জাকিয়া উর্মি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
-
যারা কিছুটা শুকনা তাদের জন্য দু’পাশে কাটা ছাড়া এবং ছড়ানো ফতুয়া পরা ভালো। মডেল: ঝরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
-
প্রিন্টেড লেগিংস বা পালাজ্জোর ক্ষেত্রে অবশ্যই এক রংয়ের ফতুয়া মানায় বেশি। মডেল: ঝরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
-
যারা শুকনা তারা একরঙা বা কাজ করা ফতুয়া পরতে পারেন। মডেল: ঝরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
-
গরমে সুতির কাপড়ে তৈরি ফতুয়াই আরামদায়ক। মডেল: ঝরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
দৈহিক গড়ন ও বয়স বুঝে ফতুয়া বেছে নিলে দেখতে লাগবে বেশ।
প্রতিদিন বিভিন্ন কাজে ঘর থেকে বের হতে প্রয়োজন আরামদায়ক পোশাক। এজন্য অনেক মেয়েই বেছে নিচ্ছেন ফতুয়া।
হালকা কাজ, আরামদায়ক কাপড় আর দামও হাতের নাগালে থাকার কারণে ফ্যাশন সচেতন মেয়েদের দৈনন্দিন পোশাকের তালিকায় স্থান করে নিয়েছে এই পোশাক।
বর্তমান চাহিদার বিষয় মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলো তাদের সংগ্রহে রেখেছে বিভিন্ন রং ও ধরনের ফতুয়া। পাশাপাশি কাটছাঁটেও এসেছে ভিন্নতা।
দেশীয় ফ্যাশন ঘর সাদাকালো’র কর্ণধার তাহসীনা শাহিন ফতুয়া পরার ক্ষেত্রে লক্ষণীয় কিছু বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের দেশের আবহাওয়ার ক্ষেত্রে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। আর এই গরমে সুতির কাপড়ে তৈরি ফতুয়াই আরামদায়ক।”
দৈহিক গড়ন ও বয়স বুঝে ফতুয়া বেছে নেওয়ার পরামর্শ দেন তাহসীনা শাহিন।

হাল ফ্যাশনে প্যান্ট, জিন্স, লেগিংস, জেগিংস, পালাজ্জো, ধূতি, পায়জামা ইত্যাদি দিয়ে ফতুয়া পরে থাকে। সেক্ষেত্রে কী ধরনের প্যান্ট বা পায়জামার সঙ্গে পরা হচ্ছে সেটার সঙ্গে মানিয়ে ফতুয়া পরার পরামর্শ দেন তাহসিনা শাহিন।
বিশেষ করে প্রিন্টেড লেগিংস বা পালাজ্জোর ক্ষেত্রে অবশ্যই এক রংয়ের ফতুয়া বেছে নিতে হবে বলে জানান তিনি।
শাহিন বলেন, “যারা একটু মোটা তারা প্রিন্টের ফেব্রিকের ফতুয়া পরতে পারেন। এতে তাদের গড়ন কিছুটা স্বাভাবিক মনে হবে। অন্যদিকে যারা শুকনা তারা একরঙা বা কাজ করা ফতুয়া পরতে পারেন।”
দেশীয় ফ্যাশন ঘরগুলোতে ফতুয়া এখন বেশ সহজলভ্য। ‘সাদা-কালো’, ‘রঙ’, ‘কে ক্রাফট’, ‘অঞ্জন’স’, ‘দেশাল’, ‘নগরদোলা’, ‘বিবিয়ানা’, ‘মায়াসির’ ইত্যাদি ফ্যাশন ঘরগুলোতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের এবং হাল ফ্যাশনের ফতুয়া।

গরমে সুতির পোশাক বেশ আরামদায়ক। মডেল: ঝরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।

কথা হয় বসুন্ধরা সিটি শপিং মলের দেশীদশ’য়ে ‘কে ক্রাফট’য়ের শাখা ব্যবস্থাপক নাসিরের সঙ্গে।
তিনি বলেন, “টিনএইজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরাই ফতুয়া বেশি কেনেন। এই গরমে সুতি কাপড়ের উপর ব্লক, বাটিক, হাতের কাজ ইত্যাদির ফতুয়া বেশি জনপ্রিয়। সাড়ে ৭শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকার মধ্যে ফতুয়া পাওয়া যায়।”
একই জায়গায় ‘অঞ্জন’স’য়ের বিক্রয় প্রতিনিধি হিরা বলেন, “আমাদের ফতুয়াগুলো তৈরিতে বিভিন্ন ধরনের সুতি কাপড় ব্যবহার করা হচ্ছে। নিচে ঘের দেওয়া, দুপাশে কাটা, গোল, কোণা ইত্যাদি স্টাইলের ফতুয়া পাওয়া যাচ্ছে। স্লিভলেস এবং ছোট হাতার ফতুয়াই বেশি জনপ্রিয় এই গরমে। মান এবং ডিজাইনভেদে দাম ১ হাজার থেকে আড়াই হাজার টাকা।”

রাজধানীর ছোট বড় প্রায় সব মার্কেটেই বিভিন্ন ধরনের ফতুয়া পাওয়া যায়। আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গাউছিয়া, বদরুদ্দোজা মার্কেটগুলোতে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে এই পোশাক।
ছবির মডেল: ঝরা ও জাকিয়া উর্মি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
পোশাক সৌজন্যে: মায়াসির।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ