কেশ পরিচর্যায় কন্ডিশনার কিনতে না চাইলে ঘরেই তৈরি করে নিন।
Published : 06 May 2015, 04:24 PM
বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার কিনতে পাওয়া গেলেও ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বেশ কার্যকর ডিপ কন্ডিশনিং কন্ডিশনার তৈরি করা সম্ভব।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে ডিম ও মধু দিয়ে ঘরোয়া কন্ডিশনার তৈরির পদ্ধতি দেওয়া হল।
- দুই টেবিল-চামচ অলিভ অয়েল (অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা চুলে এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়। তাছাড়া মাথার ত্বক শুষ্ক করে ফেলে বা মাথার ত্বকে চুলকানি তৈরি করতে পারে এমন ব্যাক্টেরিয়াগুলোও দূর করতে সাহায্য করে।)
- দুটি ডিম (ডিমে রয়েছে ভিটামিন এ, ই, বি এবং ডি। এই ভিটামিনগুলো চুল মজবুত করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ডিমের ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করতে সাহায্য করে।)
পদ্ধতি
মাইক্রোওভেনে গরম করা যাবে এমন একটি বাটিতে মধু এবং অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অল্প আঁচে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড গরম করতে হবে। (এই ধাপে ডিম মেশানো যাবে না।)
মিশ্রণটি হালকা গরম হলে এরমধ্যে দুটি ডিম দিয়ে একটি কাঁটাচামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মেশাতে হবে।
তারপর চুল চারভাগে ভাগ করে মাথার ত্বকে ও চুলের গোড়ায় মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে আলতো হাতে মালিশ করতে হবে। এতে মাথার মৃতকোষ উঠে আসবে।
ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদান সবসময়ই ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ এতে কোনো ধরনের কেমিকলজাতীয় উপাদান থাকে না।
মডেল: সোনিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।