টুইস্টেড হেয়ার বান
ইরা ডি. কস্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2015 07:04 PM BdST Updated: 02 May 2015 07:05 PM BdST
ছোট চুলে পাকানো খোঁপা তৈরির পদ্ধতি।
গরমে খোঁপা বা বান বেশ আরামদায়ক। কারণ এতে চুল ঘাড়ে লেগে থাকে না তাই গরম কম লাগে। তাছাড়া যেকোনো পোশাকের সঙ্গেও খুব সহজেই মানিয়ে যায় খোঁপা।
লম্বা ও মাঝারি চুলের ক্ষেত্রে খোঁপা করা বেশ সহজ। তবে কিছুটা ছোট চুলে সাধারণ পদ্ধতিতে খোঁপা করতে বেগ পেতে হয়। সেক্ষেত্রে বেঁধে নিতে পারেন টুইস্টেড হেয়ার বান।
এই পদ্ধতিতে বান তৈরি করতে প্রয়োজন হবে বেশ কিছু ববিপিন এবং খোঁপার কাটা।
এই বান তৈরি করতে প্রথমেই মাথার সমানের চুল সেট করতে হবে।
- প্রথমে যেকোনো একপাশে সিঁথি করে নিন। এবার সিঁথির পাশ থেকে ছোট এক অংশ চুল নিয়ে পেঁচিয়ে নিতে হবে। তারপর পেঁচিয়ে মাথার পিছনের দিকে নিয়ে ববি পিন দিয়ে আটকে নিতে হবে।

- সামনের চুল সেট করা শেষ হলে পিছনের চুলগুলো একপাশে নিয়ে পেঁচিয়ে নিয়ে গোল করে একটি বানের মতো তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশ ভালোভাবে প্যাঁচানো হয়। এবার প্রথমে ববিপিন দিয়ে বানটি কানের নিচে ঘাড়ের কাছে আটকে নিতে হবে।
- এরপর চুলের কাঁটা নিয়ে খোঁপাটি আরও ভালোভাবে আটকে নিন। যেন কোনো চুল বেরিয়ে না থাকে।
- এখন হেয়ারস্প্রে দিয়ে নিলেই চুল সারাদিন সেট থাকবে।
মডেল: অদ্বিতী। ছবি: আসাদুজ্জামান প্রামানিক। কৃতজ্ঞতায়: হেয়ারোবিক্স ব্রাইডাল।
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩