টুইস্টেড হেয়ার বান

ছোট চুলে পাকানো খোঁপা তৈরির পদ্ধতি।

ইরা ডি. কস্তাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 01:04 PM
Updated : 2 May 2015, 01:05 PM

গরমে খোঁপা বা বান বেশ আরামদায়ক। কারণ এতে চুল ঘাড়ে লেগে থাকে না তাই গরম কম লাগে। তাছাড়া যেকোনো পোশাকের সঙ্গেও খুব সহজেই মানিয়ে যায় খোঁপা।

লম্বা ও মাঝারি চুলের ক্ষেত্রে খোঁপা করা বেশ সহজ। তবে কিছুটা ছোট চুলে সাধারণ পদ্ধতিতে খোঁপা করতে বেগ পেতে হয়। সেক্ষেত্রে বেঁধে নিতে পারেন টুইস্টেড হেয়ার বান।

এই পদ্ধতিতে বান তৈরি করতে প্রয়োজন হবে বেশ কিছু ববিপিন এবং খোঁপার কাটা।

এই বান তৈরি করতে প্রথমেই মাথার সমানের চুল সেট করতে হবে।

- প্রথমে যেকোনো একপাশে সিঁথি করে নিন। এবার সিঁথির পাশ থেকে ছোট এক অংশ চুল নিয়ে পেঁচিয়ে নিতে হবে। তারপর পেঁচিয়ে মাথার পিছনের দিকে নিয়ে ববি পিন দিয়ে আটকে নিতে হবে।

- এভাবে সামনে চুলগুলো ছোট ছোট অংশে ভাগ করে পেঁচিয়ে নিয়ে ববি পিন দিয়ে আটকে নিতে হবে। এক পাশ শেষ হলে অন্য পাশেও একইভাবে পেঁচিয়ে চুল আটকে নিতে হবে।

- সামনের চুল সেট করা শেষ হলে পিছনের চুলগুলো একপাশে নিয়ে পেঁচিয়ে নিয়ে গোল করে একটি বানের মতো তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশ ভালোভাবে প্যাঁচানো হয়। এবার প্রথমে ববিপিন দিয়ে বানটি কানের নিচে ঘাড়ের কাছে আটকে নিতে হবে।  

- এরপর চুলের কাঁটা নিয়ে খোঁপাটি আরও ভালোভাবে আটকে নিন। যেন কোনো চুল বেরিয়ে না থাকে।

- এখন হেয়ারস্প্রে দিয়ে নিলেই চুল সারাদিন সেট থাকবে।

মডেল: অদ্বিতী। ছবি: আসাদুজ্জামান প্রামানিক। কৃতজ্ঞতায়: হেয়ারোবিক্স ব্রাইডাল।