ভার্জিন মোহিতো ও পিচ আইসড টি

রেস্তোরাঁর পানীয় ঘরে তৈরির পদ্ধতি (ভিডিওসহ)।  

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2015, 01:17 PM
Updated : 27 July 2016, 09:17 AM

বনানী ১১ নম্বর রোডের ফায়ার হাউজের মোহাম্মদ হাদি ও শেখ ফাহাদ হিমেল দিয়েছেন দুটি পানীয়র রেসিপি। নাম বেশ ‘গালভরা’ হলেও উপকরণ জোগাড় করতে পারলে খুবই সহজ!

ভার্জিন মোহিতো

উপকরণ: সিরাপ, বরফ, মোহিতো মিন্ট সিরাপ (সুপারস্টোরগেুলোতে পাওয়া যায়) লেবুর রস, পুদিনা পাতা ও লেমনেইড বা রংহীন কার্বোহাইড্রেট পানীয়)।   

পদ্ধতি: একটি লম্বা গ্লাসে সিরাপ ঢেলে দিয়ে দুতিন টুকরা বরফ দিন। লেবুর রস ঢালুন। পুদিনাপাতা যোগ করে লেমনেইড দিয়ে নাড়িয়ে পরিবিশন করুন। গ্লাসের উপরের অংশে পুদিনা সাজিয়ে রংচঙে স্ট্র দিয়ে পরিবেশন করতে পারেন।  

পদ্ধতি দেখতে ভিডিওতে ক্লিক করুন।

পিচ আইসড টি

উপকরণ: পিচ ফল কুচি করে কাটা, পিচ সিরাপ (সুপারস্টোরগেুলোতে পাওয়া যায়) চা ও বরফ।

একটি গ্লাসে বরফ ঢেলে তারপর কুচি করা পিচ ফল দিন। ‍পিচ সিরাপ ঢেলে সঙ্গে দিন চা। ভালোভাবে নেড়ে পরিবেশন করুন।

পদ্ধতি দেখতে ভিডিওতে ক্লিক করুন।

ভিডিও ধারণ: হাসান বিপুল। সমন্বয়ে: মিথুন বিশ্বাস।