গরমে পনিটেইল
ইরা ডি. কস্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2015 04:55 PM BdST Updated: 24 Apr 2015 03:23 PM BdST
ছোট ও মাঝারি চুলের জন্য আরামের বন্ধনি।
ঝুটি বা পনিটেইল তো কম বেশি সবাই করেন। তবে এই একঘেয়েমি হেয়ার স্টাইলেও চাইলেই ভিন্নতা আনা যায়।
পনিটেইলে কিছুটা ভিন্নতা এনে গরমের উপযোগী এবং ফ্যাশনেবলভাবে চুল বাঁধা যায়।
এক্ষেত্রে প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। যেন কোনো জট না থাকে। এবার টিজিং কোম্ব দিয়ে সামনের চুলের ভিতরে খানিকটা টিজ করে একটু ফুলিয়ে নিতে হবে। এবার উপরের চুলগুলো ভালোভাবে সেট করে নিয়ে বেশ উঁচু করে একটি ঝুটি করে নিন।
একটি পাতলা হেয়ারব্যান্ড দিয়ে পনিটেইল আটকে নিতে হবে। এবার খানিকটা চুল আলাদা করে নিয়ে পনিটেইলের ব্যান্ডটি মুড়িয়ে নিতে হবে। এমনভাবে চারপাশে পেঁচিয়ে নিতে হবে যেন ব্যান্ডটি দেখা না যায়।

চাইলে খানিকটা হেয়ার স্প্রে ছড়িয়ে দিলে চুল সারাদিন সেট থাকবে।
মডেল: তৃপ্তি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।
কৃতজ্ঞতায়: হেয়ারোবিক্স ব্রাইডাল।
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- মুকুল বোস মারা গেছেন
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক