ওয়ান সাইড ফ্রেঞ্চ বেণি বাঁধার কৌশল

জেনে নিন যেভাবে করবেন।

ইরা ডি. কস্তাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 11:15 AM
Updated : 20 April 2015, 01:11 PM

গরমে সবসময় চুল খোলা রাখা যায় না। আবার অনুষ্ঠানে যাচ্ছেন সেজন্য চাই কেশের সুন্দর বন্ধন।

যাদের একটু বড় চুল তারা অনায়াসেই নানারকম খোঁপা তৈরি করে নিতে পারেন। আবার বেণিও করা যায়। এক বা ‍দুইবেণি ছাড়াও বিনুনি করার রয়েছে বিভিন্ন স্টাইল। এরকমই এক বেণির নাম ওয়ান সাইড ফ্রেঞ্চ হেয়ারস্টাইল।

শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে যেকোনো অনুষ্ঠানের সাজে এই স্টাইল দারুণ মানায়। বেণি আরও আকর্ষণীয় করে তুলতে পার্ল বা স্টোন ক্লিপ ব্যবহার করা যেতে পারে।

হেয়ারোবিক্স ব্রাইডালের সহযোগিতায় এই বেণি বাঁধার নিয়ম দেখতে ক্লিক করুন।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক।

কেশ সজ্জার আরও কৌশল