কিছু বিষয় মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করা উচিত বলে মনে করেন সৌখিন পরিব্রাজক সায়মা সিদ্দিকা। এসব তথ্য জানালেন তিনি।
বৈশাখের খরতাপে শরবত হতে পারে প্রাণ ঠাণ্ডা করার জুতসই তরিকা! তারকা হোটেল রিজেন্সি ঢাকার কয়েকজন শেফ মিলে দিয়েছেন তিনটি শরবতের রেসিপি।
বেলের স্মুদি
বেলের স্মুদি
পদ্ধতি: বেলের নরম অংশ আলাদা করে হাতে চটকে নিন। এতে পানি গুলিয়ে নিন। যদি এমন কোনো অংশ থেকে থাকে যা গলছে না তা আলাদা করে ফেলে দিন। চিনি ও দুধ মিলিয়ে বরফ দিয়ে পরিবেশন করুন।
আমঝড়!
আমঝড়!
পদ্ধতি: কাঁচাআম টুকরা করে কেটে নিন। ব্লেন্ডারে হালকা পানি, পুদিনাপাতা, চিনি আর বরফকুচি দিয়ে ব্লেন্ড করুন। কাঁচাআমের টক কাটাতে বেশি বরফ কাজে আসতে পারে। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
তরমুজের লাচ্ছি
তরমুজের লাচ্ছি
বরফ পরিমাণমতো। লবণ ১ চিমটি।
পদ্ধতি: তরমুজ, চিনি, দই, এলাচ, বরফ ও লবণ একসঙ্গে ব্লেন্ড করুন। ব্যাস রেডি!