চীনাবাদাম দামেও সস্তা এবং হৃদযন্ত্র সুস্থ রাখতেও বেশ কার্যকর।
Published : 06 Mar 2015, 08:02 PM
গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিনের খাবারের তালিকায় বাদাম, বিশেষ করে চীনাবাদাম থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব।
এই গবেষণাপত্রের জ্যেষ্ঠ লেখক যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের শিয়াও-ও শু বলেন, “বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে আনস্যাচারেইটেড ফ্যাটি অ্যাসিড, আঁশ, ভিটামিন, ফেনলিক অ্যান্টিঅক্সিডেন্ট, আরজিনিন ও অন্যান্য ফাইটোকেমিকল।”
তিনি আরও বলেন, “এগুলো হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখার জন্য বিশেষভাবে উপকারি। মূলত এর অ্যান্টি-অক্সিডেটিভ, অ্যান্টি-ইনফ্লামাটোরি এবং এন্ডোথেলিয়াল উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।”
এই গবেষণায় প্রথমবারের মতো জানা যায় সব জাতির মানুষ অর্থাৎ কালো, শ্বেতাঙ্গ ও এশিয়ানদের হৃদরোগের আশংঙ্কা কমানোর জন্য বাদাম ও চীনাবাদাম খাওয়া কার্যকর।
চীনাবাদাম অন্যান্য বাদামের চেয়ে দামে সস্তা ও সহজলভ্য হওয়ায় যে কেউই এটি খেতে পারে।
গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমিউনিটি কোহার্ট স্টাডি (এসসিসিএস) থেকে ৭০ হাজার, চীনের সাংহাই উইমেন’স হেল্থ স্টাডি (এসডব্লিউএইচএস) এবং সাংহাই মেন্স’স হেল্থ স্টাডি (এসএমএইচএস) থেকে ১ লাখ ৩০ হাজারের উপর মানুষের তথ্য নিয়ে গবেষণা করা হয়।
চীনাবাদাম খাওয়ার অভ্যাস মৃত্যুর হার কমাতে সাহায্য করে। বিশেষ করে হৃদপিণ্ডজনিত সমস্যার কারণে মৃত্যুর হার কমিয়ে আনতে চীনাবাদাম বিশেষ ভূমিকা পালন করে। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই কার্যকর।
জেএএমএ ইন্টারন্যাশনাল মেডিসিন জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়।
ছবি: রয়টার্স।