শিশুর রক্তচাপে ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2015 04:25 PM BdST Updated: 01 Mar 2015 06:02 PM BdST
যেসব শিশু দিনে দুই ঘণ্টার বেশি টেলিভিশন দেখে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে।
তাই এসব বাবা-মাকে শিশুর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে শুধু টেলিভিশন নয়, সারাদিনে দুই ঘণ্টার বেশি কম্পিউটার বা ভিডিও কনসোল নিয়ে থাকলেও শিশুর উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে।
ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটির গবেষকরা জানান, সারাদিনে কোনো শারীরিক কর্মকাণ্ড না করা বা স্বল্প সময়ের জন্য নড়াচড়ার করলে এই ঝুঁকির পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়।
“ইউরোপিয়ান শিশুদের মধ্যে উচ্চ রক্তচাপ হওয়ার নতুন কারণ এবং শারীরিক কর্মকাণ্ড ও বসে থাকার মধ্যে যে যোগাযোগ রয়েছে তা এই গবেষণায় উঠে এসেছে।” বলেন সাও পাওলো ইউনিভার্সিটি’র অগুস্টো সেজার ডি মোরায়েস।
ইউরোপের আটটি দেশের (স্পেন, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, সাইপ্রাস, এস্টোনিয়া, সুইডেন এবং বেলজিয়াম) দুই বছরের তথ্য জোগাড় করে বিজ্ঞানীরা এই গবেষণা চালান। আর এই জরিপের শুরুতে ৫ হাজার ২২১ জন শিশু যুক্ত করা হয় যাদের বয়সসীমা ছিল দুই থেকে ১০ বছর।
ফলাফলে দেখা গেছে, দুই বছরের মধ্যে এইসব জনসংখ্যার উচ্চ রক্তচাপের মোট প্রকোপ ছিল ১১০ থেকে ১ হাজার।

ছবি: রয়টার্স।
গবেষকরা দেখতে পান, সারাদিনে এক ঘণ্টার কম সময় শারীরিক কর্মকাণ্ড করার ফলে উচ্চ রক্তচাপ হওয়া ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে গেছে।
গবেষকরা শেষে বলেন, “বিভিন্ন বৈজ্ঞানিক প্রমাণ ইঙ্গিত করে যে, রক্তনালীর প্রসারণে শারীরিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া হৃদপিণ্ডে অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং একই সময়ে ধমনীসংক্রান্ত চাপ নিয়ন্ত্রণে রাখে।”
ইন্টারন্যাশনাল জার্নাল অব কার্ডিওলজি’তে এই গবেষণা প্রকাশিত হয়।
-
যে কারণে ত্বকের যত্নে গ্রিন টি ভালো
-
ঘরে অদ্ভূত গন্ধ? বরং পরখ করুন কয়েকটি জায়গা
-
চোখের পাতা কাঁপে যে কারণে
-
কাজ সম্পর্কিত মানসিক অস্বস্তি সামলানোর উপায়
-
সূর্যের তাপ থেকে ত্বকের ক্ষয় প্রতিরোধ করার পন্থা
-
ধাপে ধাপে পদত্যাগপত্র লেখার পন্থা
-
পারিবারিক সম্পর্ক খারাপ হলেই কি সঙ্গীও খারাপ?
-
পেটের মেদ কমাতে সেরা অভ্যাস
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!