বেছে নিন সঠিক মেইকআপ বেইস

ভুল মেইকআপ শেইড বা ফাউন্ডেশন বেছে নিলে মেইকআপের শেষে মুখে ‘কেইকি’ ভাব ফুটে উঠতে পারে বা দেখতে মুখোশের মতো দেখাতে পারে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 09:27 AM
Updated : 28 Feb 2015, 11:02 AM

মেইকআপ আর্টিস্ট আন্নালিয়া ঝিমোমি আইএনএস-কে এক প্রতিবেদনে জানান, মেইকআপ নিখুঁতভাবে করতে হলে অবশ্যই সঠিক বেইস বেছে নিতে হবে।

ঝিমোমি বলেন, “ত্বকের রং হিসেবে গাঢ়, হালকা, হলদেটে এবং গোলাপি নানান ধরনের ফাউন্ডেশন রং আলাদা করা হয়েছে। তবে শুধু রং নয়, ত্বকের ধরনও একেক জনের একেক রকম।”

“তাই শুষ্ক ত্বক, তৈলাক্ত এবং মিশ্র ত্বক, এ হিসেবেও ফাউন্ডেশনে ভিন্নতা রয়েছে। ত্বকের রংয়ের পাশাপাশি ত্বকের ধরন হিসেবেও সঠিক ফাউন্ডেশন বেছে নিতে হবে নিখুঁত বেইস মেইকআপের জন্য।” বলেন তিনি।

কোন ধরনের ত্বকের জন্য কোন ধরনের ফাউন্ডেশন বেছে নেওয়া জরুরি, সে বিষয়ে সতর্ক করেন ঝিমোমি।

তিনি বলেন, “ক্রিম বেইস বা লিকুইড ফাউন্ডেশনে প্রচুর ময়েশ্চার থাকে যা শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত।”

“তাছাড়া শুষ্ক ত্বকে ফাউন্ডেশন ব্যবহারের জন্য ভেজা স্পঞ্জ ব্যবহার করা গেলে তা আরও ‘ফ্লোলেস’ হবে। আর এরপর ফাউন্ডেশন সেট করতে অবশ্যই লুস বা সেটিং পাউডার ব্যবহার করতে হবে।” পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ।

অন্যদিক যাদের ত্বক তৈলাক্ত তাদের ফাউন্ডেশন লাগানোর জন্য বাফারিং বা স্ট্রিপলিং ব্রাশ ব্যবহার করার পরামর্শ দেন ঝিমমি। আর শেষে অবশ্যই ভালোভাবে পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করার কথাও মনে করিয়ে দেন। পাউডার দেওয়ার ফলে ফাউন্ডেশন অনেক সময় ভালো থাকবে।