এই শীতে হাত মুখ ধোয়া কিংবা গোসলের জন্য গরম পানি হলে মন্দ হয় না। এজন্য রয়েছে ইলেকট্রিক ওয়াটার হিটার।
Published : 10 Jan 2015, 03:33 PM
বাজারে ছোট বড় নানান রকম ইলেকট্রিক ওয়াটার হিটার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে দুটি ধরন— ফ্লাস্ক ও কেতলি।
এছাড়াও এক ধরনের স্ট্যান্ড বা স্টিক ওয়াটার হিটার পাওয়া যায়। এই হিটারগুলোর পাত পানিতে ডুবিয়ে পানি গরম করা হয়।
ফ্লাস্ক হিটারগুলোর পানি ধারণ ক্ষমতা এক থেকে দুই লিটার এবং কেতলি হিটারগুলোর পানি ধারণ ক্ষমতা চার থেকে ১০ লিটার পর্যন্ত হয়ে থাকে।
বাজারে মিয়াকো, ওয়ালটন, ফিলিপস্ নোভেনা, কমেট, বসিনি, ওশেন, প্রেস্টিজ, নোভা, ভিশন ও প্যানাসনিকসহ আরও কিছু ব্র্যান্ডের ইলেকট্রিক ওয়াটার হিটার পাওয়া যায়।
দরদাম
এক থেকে দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্লাস্টিক ও স্টিলের প্রতিটি মিয়াকো ওয়াটার হিটারের মূল্য ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্রতিটি ওয়াল্টন ওয়াটার হিটার ৮শ’ থেকে ১ হাজার ৬শ’ ৮০ টাকা। ফিলিপস্ ১ হাজার ২শ’ থেকে ২ হাজার টাকা। নোভেনা ওয়াটার হিটার ৮শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। কমেট ওয়াটার হিটার ১ হাজার ৫শ’ টাকা। বসিনি ৯শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা। ওশেন ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্রেস্টিজ ১ হাজার থেকে ২ হাজার টাকা। নোভা ৮শ’ থেকে ২ হাজার টাকা। প্যানাসনিক দেড় হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।
এছাড়া চার থেকে ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বড় কেতলি ওয়াটার হিটারগুলোর মূল্য ১ হাজার ৪শ’ থেকে ৪ হাজার টাকা।
ব্যবহার বিধি ও কার্যপ্রণালী
* খেয়াল রাখুন বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় হিটারের গায়ে যেন পানি লেগে না থাকে
* হিটারের হাতলে ধরতে অতিরিক্ত সাবধানতার জন্য শুকনা কাপড় ব্যবহার করতে পারেন।
* ওয়াটার হিটারের জন্য আলাদা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করুন।
* সুইচ বন্ধ করে হিটারের সংযোগ বিচ্ছিন্ন করুন
* পাতের বা ধাতব স্টিকের ওয়াটার হিটারগুলো পানি ছাড়া অন্য কোন তরল পদার্থ গরম করার কাজে ব্যবহার করা যাবে না।
* পাতের ওয়াটার হিটারগুলো হাতল বাদে বাকি অংশ পানিতে ডুবিয়ে ব্যবহার করতে হয়।
কোথায় পাবেন
বায়তুল মোকারম মার্কেট, গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, গুলশান ডিসিসি সুপার মার্কেট ১ ও ২, বসুন্ধরা সিটি শপিং মল, বেস্ট ইলেকট্রনিক্স শো-রুম, ট্রান্সকম ইলেকট্রনিক্স শো-রুমসহ দেশের প্রায় সব ইলেকট্রনিক্সের শো-রুমে ইলেকট্রিক ওয়াটার হিটারগুলো পাবেন।