তৈলাক্ত ত্বকের সমস্যা এড়াতে প্রাকৃতিক মাস্ক

তৈলাক্ত ত্বকে সমস্যার অন্ত নেই। তার উপর শীতকালে ত্বকের সমস্যা আরও বাড়ে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 11:22 AM
Updated : 27 Nov 2014, 11:22 AM

তৈলাক্ত ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন সব ঋতুতেই। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট থেকে তৈলাক্ত ত্বকে ব্যবহার উপযোগী মাস্ক তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।

অনেকে ত্বকের তেলতেলেভাবের জন্য শীতের সময় তৈলাক্ত ত্বকে বাড়তি ময়েশ্চারাইজার এড়িয়ে চলেন। তবে এতে ত্বকের ক্ষতি বেশি হয়।

কলা এবং মধুর মাস্ক

অতিরিক্ত তৈলাক্ত ত্বক দেখতে মলীন দেখায়। তাছাড়া ব্রণ, ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যাও বেশি হয়। ত্বকের বাড়তি তেল প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রন করতে সাহায্য করে কলা।

কলায় আছে জিঙ্ক এবং ভিটামিন সি, যা ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।

এই মাস্ক তৈরি করতে প্রয়োজন হবে দুটি পাকাকলা, দুই টেবিল-চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস।

ত্বক ভালোভাবে পরিষ্কার করে উপকরণগুলো মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

কুমড়া ও মধুর মাস্ক

ত্বক ভিতর থেকে পরিষ্কার করতে এই মাস্কের জুরি নেই। কুমড়া ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং মধু ত্বকের নানান রকম সমস্যা সারাতে কার্যকর ভূমিকা রাখে।

এই প্যাক তৈরি করতে লাগবে দুই টেবিল-চামচ মিহি করে বাটা কুমরা, আধা চামচ বাটারমিল্ক বা দুধের সর এবং এক চামচ মধু।

তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে।

প্রতীকী ছবির মডেল: সালমিন।

ছবি: ই স্টুডিও