ত্বকের খুঁত ঢেকে আকর্ষণীয় করে তুলতে মেইকআপের শুরুতেই প্রয়োজন ফাউন্ডেশন। তবে ফাউন্ডেশন শুধু লাগালেই চলবে না। চাই ত্বকের সঙ্গে মানানসই সঠিক শেইড। আর ফাউন্ডেশন যদি সঠিক শেইডের বেছে নেওয়া না যায় তাহলে যত ভালো ব্র্যান্ডের প্রসাধনী যত সুন্দর করেই ব্যবহার করা হোক না কেনো দেখতে বেমানান মনে হবে।
তবে ত্বকের সাধারণ রংয়ের সঙ্গে মানিয়ে সঠিক রংয়ের ফাউন্ডেশন বেছে নিলে মেইকআপ দেখতে অনেক ‘ন্যাচারাল’ মনে হবে। বাজারে অনেক শেইডের ফাউন্ডেশনের ভিড়ে নিজের জন্য সঠিক শেইড বেছে নেওয়ার সময় মাঝে মাঝেই দোটানায় ভুগতে হয়।
রূপচর্চাবিষয়ক একটি বিষয়ক ওয়েবসাইটে ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বেছে নেওয়ার জন্য কিছু উপায় উল্লেখ করা হয়। তাছাড়া এ বিষয়ে কথা বলেন ফারজানা শাকিলস'য়ের কর্ণধার ফারজানা শাকিল।
- সাধারণত মেইকআপের জন্য ত্বকের থেকে কিছুটা উজ্জ্বল রং বেছে নিতেই পছন্দ করেন সবাই। তবে যদি মেইকআপ কেনার সময় দু’টি শেইডের মধ্যে কোন শেডটা বেছে নিতে হবে এ নিয়ে সন্দেহ কাজ করে তাহলে দুটোর মধ্যে গাঢ় শেডই বেছে নেওয়া উচিত। কারণ বেশিরভাগ সময়ই হালকা শেইড সব সময় ব্যবহার করলে দেখতে ‘মেকি’ মনে হতে পারে। তাই একটু গাঢ় শেইড বেছে নিলে মেইকআপ করলেও দেখতে ‘ন্যাচারাল’ লাগবে।
ফারজানা শাকিল বলেন, “ত্বকের সঙ্গে মানানসই শেইড ব্যবহার করলেই সাধারণত ভালোলাগে। তবে রাতের পার্টিতে বা বড় কোনো অনুষ্ঠানে এক শেড হালকা ফাউন্ডেশন বেছে নিলে ভালো লাগবে। কারণ পার্টি সাজে পোশাক, গহনা এবং অনুষ্ঠানের সাজসজ্জার সঙ্গে মানাতে কিছুটা হালকা শেইডের ফাউন্ডেশন হলে ভালোলাগে।
- বাজারে ফাউন্ডেশন কিনতে গেলে বেশিরভাগ সময়ই শেইড বাছাইয়ের জন্য আমরা হাতের তালুর উল্টা পিঠে শেইড মিলিয়ে দেখি। তবে এতে করে অনেক সময় সঠিক শেইড বেছে নেওয়া সম্ভব হয় না। কারণ অনেকের হাতের ত্বক মুখের থেকে গাঢ় হয়। আবার অনেকের ক্ষেত্রে উল্টোটাও হয়ে থাকে।
তাই হাতের ত্বকে সঙ্গে মুখের ত্বকের রংয়ের পার্থক্য বুঝে রং বাছাই করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে থুতনিতে সামান্য ফাউন্ডেশন লাগিয়েও শেইড বাছাই করতে হবে।
ফারজানা শাকিল বলেন, “অনেক সময় থুতনিতে বা মুখে ফাউন্ডেশন লাগিয়ে শেইড বাছাই করা সম্ভব হয় না। তাই হাতের রং যদি বেশি কালো হয় মুখের তুলনায় তাহলে এর থেকে কিছুটা হালকা শেইড বেছে নেওয়া যেতে পারে।”
- ফাউন্ডেশন শুধু মুখে লাগানো হলে গলার সঙ্গে মুখ দেখতে বেমানান মনে হয়। আবার অনেকের গলার তুলনায় মুখ ফর্সা হয়। তাই গলা এবং মুখ দেখতে যেন বেমানান না মনে হয় তাই একটু গাঢ় শেইড ব্যবহার করা যেতে পারে।
ফারজানা শাকিলের পরামর্শ অনুযায়ী, ত্বকের কালো দাগ বা খুঁত লুকানোর জন্য ফাউন্ডেশন ব্যবহার করা হয়ে থাকে। তাই সব সময় ত্বকে অতিরিক্ত ফাউন্ডেশর ব্যবহার করা উচিত নয়। দাগ ঢাকার জন্য সামান্য ফাউন্ডেশন লাগিয়ে পুরো মুখে ব্লেন্ড করে নিলে দেখতে ভালো দেখাবে।
মডেল: জাকিয়া উর্মি।
আলোকচিত্র: ঋত্বিকা আলী।
কৃতজ্ঞতায়: বিন্দিয়া বিউটি পার্লার।