ঈদের বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় ঈদের প্রস্তুতি। ঈদুল আজহায় কেনাকাটা আর সাজসজ্জার সঙ্গে যোগ হয় গরু কেনা এবং এর কাটাকাটির বিষয়।
Published : 02 Oct 2014, 05:52 PM
কোরবানির ঈদে ব্যস্ততা, রোজার ঈদের চাইতে বরাবরই বেশি। তাছাড়া এই ঈদে কাজও থাকে অনেক। তাই বলে ঈদের বেড়ানো আর নতুন জামা পরার আনন্দ তো আর বাদ দেওয়া যায় না। তবে মাংস কাটা এবং নানান ব্যস্ততায় এই সময় হাতের নখ এবং ত্বকের ক্ষতি হয়। আর তাই ঈদের বেশ কিছুদিন আগে থেকেই হাতের যত্ন শুরু করা ভালো। তাহলে ত্বকে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়।
ঈদের আগে সাধারণ কিছু পরিচর্যা করলেই হাতের ত্বক সুন্দর রাখা সম্ভব। এ বিষয়ে সহজ কিছু পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্যালুনের কর্ণধার আফরোজা পারভিন।
আফরোজা পারভিন বলেন, “ঈদুল আজহায় হাঁটাহাঁটি এবং কাজের পরিমাণ বেশি থাকে। তাই হাত ও পায়ের ত্বকের ক্ষতিও হয় বেশি। ঈদের কিছুদিন আগে থেকেই হাত ও পায়ের যত্ন নেওয়া শুরু করতে হবে। আর ঘরে বসেই এই চর্চাগুলো নিয়মিত চালালে হাতের ত্বকের ক্ষতি কিছুটা কম হবে।”
“ঈদের আগে একবার পার্লার থেকে ম্যানিকিউর এবং পেডিকিউর করিয়ে নিতে হবে। এরপর নখ পছন্দমতো শেইপ করে ছোট করে কেটে নিন। কারণ ঈদে মাংস কাটাকাটি করতে গিয়ে অনেক সময়ই নখ ভেঙে বা ফেটে যেতে পারে। তখন আরও বেশি সমস্যা হতে পারে। তাই আগেই নখের শেইপ ঠিক করে নেওয়া জরুরি। এরপর নখ শক্ত করতে সাহায্য করে এমন লোশন লাগিয়ে নিলে নখ ভালো থাকবে। তাছাড়া নিয়মিত হাতে ময়েশ্চারাইজার বা ভ্যাজলিন ব্যবহার করতে হবে।” বলেন আফরোজা পারভিন।
মাংস কাটার ফলে হাতে 'বোটকা' একটা গন্ধ হয়ে থাকে। আর গন্ধটা অত্যন্ত অস্বস্তিকরও বটে। সহজে এই গন্ধ যেতেও চায় না। এক্ষেত্রে হাত পানি দিয়ে ধুয়ে হাতে ও পায়ে খানিকটা হলুদ মাখিয়ে নিন। হলুদ দিয়ে ভালো করে হাত ঘষে তারপর হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তাহলে হাত থেকে বিরক্তিকর গন্ধ দূর করা যাবে। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে প্রতিবার হাত ধোয়ার পর।
এছাড়া সরিষার তেলও হাতের নমনীয়তা বজায় রাখবে এবং গন্ধ দূর করবে, জানিয়েছেন আফরোজা পারভিন।
আফরোজা পারভিন জানান, এ সময়ে হাতের কাছে সবসময় ময়েশ্চারাইজার রাখতে হবে। কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে এখন হাত শুষ্ক হয়ে যায়, তাই প্রতিবারই হাত ও পা ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
ঈদের পর প্রায় এক সপ্তাহ টানা হাতের যত্ন চালিয়ে যেতে হবে। সম্ভব হলে আবারও ম্যানিকিউর এবং পেডিকিউর করে নেওয়া যায়।
ছবি: অপূর্ব খন্দকার।