হায়, পুরুষ!

সাতপাকে বাঁধাই হোক, আর তিনবার কবুল বলেই হোক— বিয়ের পরও ছেলেরা যৌন প্রলোভন নিয়ে যুদ্ধ করে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 02:12 PM
Updated : 18 August 2014, 02:12 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নববিবাহিত ছেলেরাও অবাক হয়ে লক্ষ করেছেন বিয়ের পরও যৌনাকাঙ্ক্ষা তাদের তাড়িয়ে বেড়ায়।

এই ধরনের অনুভূতি নিয়ে তারা বন্ধুদের সঙ্গেও আলাপ করতে পারে না। আবার বউয়ের সঙ্গেও এই বিষয়ে কথা বলা সুখকর নয়।

"একজনের প্রতি আকর্ষিত থাকা আর অন্য কারও সঙ্গে যৌন সম্পর্ক না রাখার প্রতিজ্ঞা সাধারণত মেয়েরাই বিয়ের আগে করে থাকে। তবে আমি দেখতে চেয়েছি এই বিষয়ে ছেলেদের দৃষ্টিভঙ্গী কি!" বললেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের সোসিয়লজির ছাত্র সারাহ ডাইফেনড্রফ।

১৫ জন তরুণের উপর জরিপ চালিয়ে ডাইফেনড্রফ দেখতে পান, বিয়ের পর তারা যৌন প্রলোভনে ভোগেন।

নববিবাহিত ছেলেরা বাসরঘরটা বিধাতার উপহার মনে করে ভয় পায়। অন্যদিকে বিয়ের বাইরের জীবনটা উপভোগ করতে গিয়ে মনে করে শয়তানি করা হচ্ছে।

তবে যৌন নিয়ন্ত্রণের নামে তারা শয়তানির নানান রকম উপকরণ যেমন পর্নগ্রাফি ও বিবাহবর্হিভূত সম্পর্কের প্রলোভন এড়াতে পারে না।

ডাইফেনড্রফ বলেন, "ছেলেরা বিয়ের আগে প্রাক-বিবাহ সম্পর্ক নিয়ে জটিলতায় থাকে।"

"তবে বিয়ের পর তারা সাধারণত এই বিষয় নিয়ে প্রলোভিত হয় না। বরং তারা অন্যভাবে আক্রান্ত হয়।" বললেন ডাইফেনড্রফ।

তিনি আশা করেন, এই গবেষণা দম্পতিদের মধ্যে সুস্থ যৌন সম্পর্ক গড়তে সাহায্য করবে।