কোঁকড়া চুলের যত্ন

ঢেউ খেলানো চুল নিয়ে বিরক্ত! সকালে কোঁকড়া কেশ সাজিয়ে বের হওয়া আপনার জন্য সবচেয়ে কষ্টকর সময়! তাহলে খুঁজে নিন সঠিক শ্যাম্পু আর গরম যন্ত্র ব্যবহার থেকে দূরে থাকুন।

লাইফস্টাইল ডেস্ক আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2014, 02:59 AM
Updated : 10 August 2014, 03:03 AM

হাফিংটনপোস্ট ডটকম অবলম্বনে কোঁকড়া চুল সামলানোর কিছু পন্থা দেওয়া হল।

- খুঁজে নিন সঠিক শ্যাম্পু, যা আপানার ঢেউ খেলানো চুলে ভালো কাজ করবে। আবার প্রতি সকালেই শ্যাম্পু করার দরকার নেই। যদি মনে হয় চুল তৈলাক্ত হয়ে আছে, তবে চুলের গোড়া শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

- শুকনা কোঁকড়া চুল আঁচাড়ানো ঝামেলা। তাই গোসল করার পর ভেজা থাকতেই চুল আঁচড়ে নিন।

- ময়েশ্চারাইজার চুলের জন্য খুবই উপকারী। তাই চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার থেকে দূরে থাকুন। হেয়ার ড্রায়ারের গরম বাতাস পানি শুকানোর পাশাপাশি চুলে ময়েশ্চারের পরিমাণও কমিয়ে দেয়। তাই দেরি করে শুকালেও ফ্যানের বাতাসে ভেজা চুল শুকান।

- কেশ পরিচর্যার জন্য ভালো পণ্য বেছে নিন। অথবা ঘরে তৈরি মিশ্রণ ব্যবহার করুন। এ ক্ষেত্রে চুল পাতলা হলে মাথার মাঝ থেকে শুরু করে সামনের অংশ পর্যন্ত মিশ্রণ লাগান। আর ঘন চুল হলে গোড়া থেকে শুরু করে মাথার পেছন পর্যন্ত চুলের প্রসাধনী লাগান। তারপর মাথা সামনের দিকে ঝুঁকিয়ে চুলের পেছনের অংশে কেশ পরিচর্যার মিশ্রণ ব্যবহার করুন। আর হাত দিয়ে ধীরে ধীরে মালিশ করুন। 

ছবি সৌজন্যে: আড়ং।