সাহিত্য বাড়ায় প্রেম

আপনি কি কথাসাহিত্যের অনুরাগী? তাহলে হয়ত আপনি একজন ভালো প্রেমিক।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2014, 02:39 AM
Updated : 16 July 2014, 02:45 AM

প্রেমের সম্পর্ককে আরও ‘রোমান্টিক’ করে তুলতে বেশি বেশি বই পড়ায় জুরি নেই। এক গবেষণায় দেখা গেছে, যাদের বই পড়ার অভ্যাস আছে তারা সাধারণত অন্যদের তুলনায় বেশি রোমান্টিক হয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রের বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান ই কানিংহামের মতে, “তরুণ বই পড়ুয়ারা বুদ্ধিদীপ্ত আবেগের অধিকারী হন। তারা ভাষা নির্বাচনেও পটু হয়ে থাকেন। ফলে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় শব্দ নির্বাচনেও দক্ষ হন তারা। যা সুন্দর প্রেমের সম্পর্কের জন্য খুবই দরকারী।”

যারা বই পড়েন তারা যে শুধুই আবেগপ্রবণ হন তা নয়, তারা প্রেমেও পড়েন বেশি। আর প্রেমের সম্পর্ককে আরও প্রেমময় করতে তাদের জুড়ি নেই।

গবেষকরা বলেন, “বইয়ের কাহিনীগুলো পাঠককে অন্য একজনের জীবনের মধ্যে টেনে নিয়ে যায়। ফলে পাঠক অন্য এক জীবনের বিভিন্ন মোড় অনুভব করতে পারে।”

হাফিংটন পোস্টের আরও একটি প্রতিবেদনে গবেষকরা উল্লেখ করেন, “প্রেমিক-প্রেমিকার সম্পর্ক পাকাপোক্ত করতে পারে বই পড়ার অভ্যাস।”

আরও একটি গবেষণায় দেখা গেছে, বই পড়ার অভ্যাস মানসিক বিকাশেও সহায়তা করে থাকে।