ত্বক ও চুলে নবযৌবন
লাইফস্টাইল ডেস্ক,
Published: 09 Jul 2014 04:31 PM BdST Updated: 09 Jul 2014 04:31 PM BdST
-
চুলে করুন হাইলাইট। মুখে হালকা মেইকআপ। আর ব্যবহার করুন 'ওয়াটার প্রুফ' প্রসাধনী। ছবি: কে ক্র্যাফট।
-
বর্ষার বিষণ্নতা কাটাতে নখ রাঙান রঙিন রংয়ে।
বর্ষাকালে নিজেকে 'টিপ-টপ' রাখতে বেশ বেগ পেতে হয়। তবে কিছু বিষয় অনুসরণ করলে সহজেই চুল ও ত্বক ভেজা মৌসুমেও থাকে উজ্জ্বল।
বৃষ্টির দিনে ত্বকে নবযৌবন ফিরিয়ে আনতে মাসে একবার অন্তত স্পা করুন বা বিউটি স্যালুনে গিয়ে রূপচর্চা করান। এছাড়া ভারতীয় বিউটি স্যালুন নেচারাল-এর দেওয়া কিছু টিপস অনুসরণ করা যেতে পারে।
- বর্ষা মৌসুমে চুলে নিয়ে আসুন 'ফাঙ্কি লুক'। মাথা থেকে পুরা চুল 'হাইলাইট' করতে পারেন অথবা করতে পারেন বিভিন্ন রংয়ের স্ট্রিপিং।
- বিষণ্ন দিনে কড়া রঙে রাঙিয়ে তুলুন নখ। অথবা করতে পারেন 'নেইল আর্ট'।
- বর্ষায় চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। 'প্রোটিন রিস্টোর ট্রিটমেন্ট' চুলের স্বাভাববিক সৌন্দর্য ফিরিয়ে আনে, যা কোনো ভালো বিউটি পার্লারে গিয়ে করানো যেতে পারে। এছাড়া তেলমালিশও চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

বর্ষার বিষণ্নতা কাটাতে নখ রাঙান রঙিন রংয়ে।
কিছু ঘরোয়া উপাদান বর্ষার সময় খুব ভালো কাজ দেয়।
পেঁপে চামড়ায় টানটানভাব বজায় রাখে। দই কালিমা দূর করায় সহায়ক। অ্যালোভেরা ত্বকে আনে লাবণ্য ও ল্যাভেন্ডার দেয় নবযৌবন।
ত্বকের রুক্ষভাব দূর করতে- অল্প কাঠবাদামের পেস্টের সঙ্গে দুধ মিশিয়ে ফেইস প্যাক তৈরি করুন। ইচ্ছা করলে কাঠবাদামের তেলের সঙ্গে দুধের ক্রিম বা সর মিশিয়ে ফেইস প্যাক তৈরি করতে পারেন। লাবণ্যময় মসৃণ ত্বকের জন্য এই প্যাক ব্যবহার করুন।
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’