ভালোবাসায় বিরূপ প্রভাব

প্রেমময় জীবনে বারোটা বাজাতে 'সোপ অপেরা' যথেষ্ট। প্রতিদিন সন্ধ্যায় যদি আপনার সঙ্গী 'মেগা সিরিয়াল' দেখতে অভ্যস্ত হয়, তবে ভালোবাসায় ব্যঘাত ঘটতে পারে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2014, 12:06 PM
Updated : 7 July 2014, 12:06 PM

ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষকগণ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেন। তাদের নতুন নীরিক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন 'সিটকম'-ধরনের টিভি অনুষ্ঠান দেখেন তারা দীর্ঘদিনের সম্পর্কের ব্যাপারে কম বিশ্বাস রাখেন।

শুধু তাই নয়, যারা সারাক্ষণ 'মেগা সিরিয়াল' দেখেন তারা প্রেম ও ভালোবাসা সম্পর্কে খুবই সংকীর্ণ মনোভাব পোষণ করেন।

গবেষকরা আরো বলেন, "তবে যারা রিয়েলিটি শো'র ভক্ত তারা খু্বই রোমান্টিক হয়। আর ভালোবাসার সম্পর্কে বিশ্বাস করেন।"

টিভির অনুষ্ঠান মনের অজান্তে ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করে কি না, এই বিষয়ে গবেষণা চালানো হয়। আর সাইকোলজি অফ পপুলার মিডিয়া কালচার জার্নালে প্রকাশিত হয় এই নীরিক্ষার ফলাফল।