স্ত্রীর কথা শুনুন

হৃদয়ের অসুখে ভুগতে না চাইলে, স্ত্রীর কথা শুনুন। এমকি বাইরে থেকে ক্লান্ত হয়ে এলেও সঙ্গীকে অগ্রাহ্য না করাই স্বাস্থ্যের জন্য ভালো।

ইরা ডি. কস্তাআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2014, 12:16 PM
Updated : 6 July 2014, 04:04 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সঙ্গে সুন্দর সম্পর্ক হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

"মস্তিষ্কের রক্তসরবরাহকারী ঘাড়ের ধমনী দুটি পুরু হয়ে যাওয়ার পেছনে সঙ্গীর সঙ্গে ঝগড়া-বিবাদের সম্পর্ক রয়েছে।" ক্যালিফোর্নিয়ায়, ভিএ গ্রেটার লস অ্যাঞ্জেলেস হেল্থকেয়ার সিস্টেমের নাটারিয়া জোসেফ এভাবেই তার গবেষণার ফলাফল তুলে ধরেন।

পুরু হয়ে যাওয়া ধমনী হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, যে জুটির মধ্যে ঝগড়া ও মনোমালিন্য বেশি হয় তাদের ভবিষ্যতে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় সাড়ে আট শতাংশ বেশি।

বিবাহিত এবং একসঙ্গে থেকে বৈবাহিক সম্পর্কেরমতো জীবনযাপন করছেন এরকম ২৮১ জন মধ্যবয়স্ক পুরুষ ও নারীর উপর এই গবেষণা চালানো হয়।

ফলাফলের ভিত্তিতে ধারণা করা হয়, কথাবার্তার মাধ্যমে আবেগ সঞ্চারিত হয় যা দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

লাইভ সায়েন্সে প্রকাশিত এই প্রতিবেদনে জোসেফ আরো বলেন, "সম্পর্কের টানাপোড়েন ও কথাবার্তার কারণে নয়, বরং গবেষণার দেখা গেছে পারস্পরিক সম্পর্কের প্রভাবেই ধমনী পুরু হয়ে যেতে পারে।"