পোর্টেবল ড্রাইভ ও স্পিকার

ভারহীন যন্ত্রে গান শোনা আর বহনযোগ্য ড্রাইভে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা।

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2014, 11:40 AM
Updated : 10 May 2014, 11:41 AM

১৬ জিবি পেন ড্রাইভ

ট্রান্সসেন্ডের জেটফ্ল্যাশ ৮১০ ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভ। ইউএসবি থ্রি ট্রান্সফার রেট। এই পেন ড্রাইভের অন্যতম বৈশিষ্ট হচ্ছে এ রাবারের মোড়ক। যা পড়ে যাওয়া, ভেজা বা আদ্রতার হাত থেকে রক্ষা করবে। দাম: ১,২৫০ টাকা।

পোর্টেবল স্পিকার

ল্যাপটপে ব্যবহার উপযোগী ট্রাইজেমের রেজর পোর্টেবল স্পিকারে রয়েছে হার্ড ড্রাম টেকনোলজি যা শব্দের বেইজ উন্নত হয়। ইন্ডিপেন্ডান্স ৪ অহম। রেটেড আউটপুট ৫ ওয়াট। ম্যাক্সিমাম আউটপুট ১০ ওয়াট। সাইজ: ২০৭ x ২৭.৬ x ২৪মি.মি. (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা)। ইউএসবি তারের দৈর্ঘ্য ৫০ সে.মি.। দাম: ৬,৫০০ টাকা।

স্টোরেজ জেট

ট্রান্সসেন্ড, ওয়েস্টার্ন ডিজিটাল ও এডাটার ১ টেরাবাইট পোর্টেবল ড্রাইভ। এতে রয়েছে সুপার স্পিড ইউএসবি থ্রি ও ইউএসবি টু সংযোগ সুবিধা। আলাদা পাওয়ারের দরকার নেই। শক রেজিসট্যান্ট। দাম: ৫,৫০০ থেকে ৭,০০০ টাকা।

সূত্র: জেট্টাবাইট গেজেটস।