তার নাই, ভার নাই

ওয়্যারলেস ল্যাপটপ, মাউস ছাড়াও আছে ইউএসবি ফ্যান আর লাইট।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2013, 12:28 PM
Updated : 14 August 2013, 12:38 PM

১. এ ফোর টেক আরএইচ টু হানড্রেড হেডসেট

২.৪জি স্কয়ার আকৃতির এই ওয়্যারলেস হেডসেটে রয়েছে মাল্টিলিংক রিসিভার। সংযুক্ত লিথিয়াম ব্যাটারি, একবার চার্জ দিলে ৮ ঘন্টা পর্যন্ত চলে। রিমোট কন্ট্রল। ন্যানো রিসিভার স্টোরেজ।

দাম : ৩ হাজার ৮শ’ টাকা।

২. জিনিয়াস এইচএস-নাইন জিরো ফাইভ-বিটি স্টেরিও ব্লুটুথ হেডসেট

মিউজিক ও কথার বলার জন্য ব্লুটুথ প্রযুক্তির হেডসেট। যে কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে পারে। ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার। হেডফোনের জন্য স্টেরিও মিনি জ্যাক। ৬ ঘন্টা মিউজিক চলবে। স্ট্যান্ডবাই টাইম ১৬৫ ঘন্টা। মাইক্রো ইউএসবি চার্জিং, সময় লাগে ২ ঘন্টা। গান শোনা ছাড়াও মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকলে কল ধরা ও কাটা যাবে।

দাম : ৩ হাজার ১শ’ ৫০ টাকা।

৩. লজিটেক বুমবক্স

স্মার্টফোন, ট্যাবলেটস ও ল্যাপটপের জন্য ওয়্যারলেস স্পিকার। আইপ্যাড, আইফোন, অ্যানড্রয়েড ডিভাইস বা যেকোনো ব্লুটুথ-এনাবল ডিভাইস থেকে মিউজিক স্ট্রিম করতে পারে। ‘ইনহ্যান্স বেস’, দারুণ শব্দ। ইন্টারনাল এনআইএমএইচ ব্যাটারি, যা ১০ ঘন্টা পর্যন্ত চলে। ব্যাকলিট টাচ প্যানেল কনট্রোলস।

দাম : ৫ হাজার ৮শ’ টাকা।

৪. লজিটেক কে-টু হানড্রেড থার্টি ওয়্যারলেস কিবোর্ড

ক্ল্যাসিক, সিল্কি। প্লাগ অ্যান্ড প্লে। ব্যাটারি লাইফ দুই বছর।

দাম : ১৫শ’ টাকা।

৫. লজিটেক কে-ফোর হানড্রেড কিবোর্ড উইথ মাউস টাচ প্যাড

ছোট এবং হালকা। এই ওয়্যারলেস কিবোর্ডের ডানের অংশে রয়েছে মাউস টাচপ্যাড।

দাম : ৩ হাজার ২শ’ ৫০ টাকা।

৬. লজিটেক এম-ওয়ান এইট্টি সেভেন মাউস

এক্সট্রা স্মোল ডিজাইন। ন্যানো রিসিভার। ৩ বাটন। ১০ মিটার দূরত্ব পর্যন্ত কার্যক্ষম। ১টি ব্যাটারি ত্রিপল ‘এ’ সাইজ। ওজন ৫১ গ্রাম।

দাম : ১ হাজার ৩শ’ টাকা।

৭. জিনিয়াস এসপি-আই ওয়ান সেভেনটি ফাইভ, রিচার্জেবল পোর্টেবল স্পিকার

বিল্টইন ৩০০এমএএইচ ব্যাটারি। ইউএসবি চার্জিং। নোটবুক, মোবাইল ফোন, আইপড, এমপি-থ্রি/এমপি-ফোর প্লেয়ার বা সিডি প্লেয়ার, যা সংযোগ করা যায় ৩.৫এমএম জ্যাক দিয়ে। এছাড়া ২.৫এমএম জ্যাকে রূপান্তরিত করার জ্যাক-ও আছে। অন্য যেকোনো পোর্টেবল স্পিকারের সঙ্গে সংযুক্ত করা যায়।

দাম : ১ হাজার ৮শ’ টাকা।

৮. ব্ল্যাক মলি পোর্টেবল ইউএসবি ফ্যান

ল্যাপটপ বা ডেস্কটপ ইউএসবি পোর্টেবল ফ্যান। ওজন ৪শ’ গ্রাম। ডিসি ৫ ভোল্ট। ইউএসবি তারের দৈর্ঘ্য ১.২মিটার। প্লাগ এন্ড প্লে।

দাম : ১ হাজার টাকা।

৯. কিং ড্যাজেল ফিঙ্গার টাচ রিচার্জেবল ল্যাম্প

ইউএসবি সংযোগের মাধ্যমে রিচার্জ করা যায়। স্পর্শের মাধ্যমে ‘অন-অফ’ করা ছাড়াও আলোর মাত্রা বাড়ানো কমানো যায়। এলইডি লাইট।

দাম : ১২শ’ টাকা।

সূত্র : জিট্টা-বাইট গ্যাজেটস, সুবাস্তু আর্কেড আইটি পার্ক। নিউ এলিফ্যান্ট রোড।