ফ্রিজের দাম কমলো

রমজান উপলক্ষে মার্সেল ফ্রিজের দাম কমলো।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2013, 06:28 AM
Updated : 15 July 2013, 06:28 AM

সেই সঙ্গে বাড়ানো হয়েছে মার্সেল ফ্রিজের মান। ১ জুলাই থেকে হ্রাসকৃত মূল্যে বিক্রি হচ্ছে মার্সেল ফ্রিজ।

মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব বলেন, “মার্সেল ফ্রিজের উৎপাদন বেড়েছে। ফলে প্রতিটি ফ্রিজের উৎপাদন খরচ কিছুটা কমে গেছে। এর সুফল যাতে সাধারণ ক্রেতারা পেতে পারেন সেই কারণে ফ্রিজের দাম কমানো হয়েছে।”

তিনি আরও জানান-- মার্সেল ফ্রিজ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজি। কপার কন্ডেন্সার ব্যবহারের ফলে ফ্রিজ হয় দীর্ঘস্থায়ী। এলইডি-লাইট ব্যবহারের ফলে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

মার্সেলের সহকারি পরিচালক রবিউল হাসান সুমন বলেন, “দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ফ্রিজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে মার্সেল। যত কম দামে সম্ভব সেই চেষ্টাই করছি আমরা। শুধু ফ্রিজ নয়, ভবিষ্যতে আমাদের অন্যান্য পণ্যের উৎপাদন খরচ কমানোর জন্যেও কাজ চলছে।”