ফোন দিয়ে হোটেল বুকিং

বিকাশ লিমিটেড এবং সীগাল হোটেলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিকাশ গ্রাহকরা তাদের মোবাইলের বিকাশ মেন্যুতে প্রবেশ করে দেশের যে কোনো প্রান্ত থেকে হোটেলটির বিকাশ মার্চেন্ট একাউন্টে বিল পরিশোধ করতে পারবেন।

প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2013, 08:20 PM
Updated : 14 May 2013, 08:20 PM

বিকাশ-এর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান রেজাউল হোসেইন এবং সীগাল হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মাসুম ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিকাশের সঙ্গে সীগালের এই চুক্তির ফলে বাংলাদেশের পর্যটকদের জন্য সীগাল হোটেলে রুম বুকিংয়ের নতুন এবং অনন্য পদ্ধতির উন্মোচিত হবে।

সীগাল হোটেল কক্সবাজারের সেরা হোটেলগুলোর মধ্যে অন্যতম। হোটেলটিতে রয়েছে ১৮০টি রুম, সুইমিং পুল, রেস্তোরাঁ এবং বিজনেস সেন্টার।

ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানের বিকাশ একটি মোবাইল মানি প্লাটফর্ম, যা দেশজুড়ে আর্থিক সেবা প্রদান করে আসছে। বিকাশ রেজিস্টার্ড গ্রাহকরা সহজেই তাদের মোবাইল ফোন ব্যবহার করে টাকা পেতে ও পাঠাতে এবং কেনাকাটার বিল প্রদান করতে পারেন।

বিকাশ বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক এবং এয়ারটেল নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে।