এভারেস্ট অভিযানে চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ের লক্ষে দ্বিতীয় বারের মত অভিযানে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ। ‘কাজলের দিনরাত্রি’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্রের পরিচালক নেপালের উদ্দেশ্যে যাত্রা করছেন ১১ এপ্রিল। সেখানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সিনেমাটির একটি প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রাশেদ শাওনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2013, 06:35 AM
Updated : 9 April 2013, 06:35 AM

এ বিষয়ে সজল গ্লিটজকে বলেন, ‘এটি আমার পঞ্চদশ অভিযান আর এভারেস্টে দ্বিতীয় উদ্যোগ। এর আগে আমি এভারেস্টের ২৪ হাজার ফুট পর্যন্ত উঠেছিলাম। সেবারে বৈরি আবহাওয়ার কারণে অভিযাত্রীরা এগোতে পারেননি। তাই নেমে আসতে হয়েছিলো। আবার আমি অভিযানে বের হচ্ছি।’

‘এতে আমার সঙ্গী হচ্ছেন কানাডিয়ান অভিযাত্রী সুদর্শন গৌতম। এই তারকা অভিযাত্রিকের দু’টি হাত না থাকলেও তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন। তিনি বলে থাকেন, ‘প্রতিবন্ধকতা কোন অক্ষমতা নয়। আপনাদের শুভকামনা আমাকে উৎসাহিত করে।’ যোগ করেন তিনি।

সজল আরো জানিয়েছেন, ‘এবারের অভিযানে যাওয়ার আগে নেপালে বাংলাদেশ দূতাবাস ‘কাজলের দিনরাত্রি’র প্রদর্শনীর আয়োজন করছে। ১৩ অথবা ১৪ এপ্রিল প্রদর্শনীটি হবে। এরপর আমরা ১৫-১৬ এপ্রিল কাঠমান্ডু থেকে অভিযানের উদ্দেশ্যে যাত্রা করবো। মে মাসে আমরা বেইস ক্যাম্পে যাবো। এই অভিযানে আমাদের দু’জনের সঙ্গে থাকছেন ১০ জন শেরপা।’

সজল জানিয়েছেন তার এই অভিযানে তাকে সাহায্য করছে দেশ টিভি, এক্সিম ব্যাংক, শাহ সিমেন্ট, সুইস বেকারী ও শৈলী ডট কম।