সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের এম.এ,আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় বসছে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম আসর। সঙ্গীত জগতের স্বনামধন্য প্রতিভাবানদের সম্মাননা জানাতে সিটিসেল, চ্যানেল আই-এর সঙ্গে যৌথ উদ্যোগে ৮ম বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের এবারের মূল প্রতিপাদ্য ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’।

রাশেদ শাওন বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2013, 08:47 AM
Updated : 26 Feb 2013, 08:47 AM

চ্যানেল আই থেকে জানা গেছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসঙ্গীত (যন্ত্র), উচ্চাঙ্গসঙ্গীত (কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসঙ্গীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক/গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিওসহ মোট ১৩টি ক্যাটাগরিতে প্রদান করা হবে ওই অ্যাওয়ার্ড।

এছাড়া পপুলার চয়েস এর মাধ্যমে দেওয়া হবে আরো পাঁচ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস। ক্যাটাগরিগুলো  হলো: ব্যান্ডসঙ্গীত, আধুনিক সঙ্গীত, ছায়াছবির গান, নতুন গান এবং ফিউশন।

২০০৪ সালে সিটিসেল এবং চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।