বাংলাদেশের বৃহত্তম শিল্পসংস্থা সিটি গ্রুপ নিয়ে এসেছে তীর মাংসের মসলা, গরুর মাংসের মসলা এবং বোরহানি মসলা।
তীর রেডি মিক্স মসলায় সংযোজিত এই নতুন তিনটি মসলা বাছাইকৃত সেরা ও উন্নত জাতের উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। গুণগত মান বজায় রেখে অটোমেটেড মেশিনে প্রস্তুতকৃত এই মসলাগুলো কম সময়ে খাবারে আনে এক অনন্য স্বাদ।
তীর গরুর মাংসের মসলা এবং মাংসের মসলাতে আছে সেরা মানের মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গোলমরিচ, দারুচিনি, এলাচ ও তেজপাতার মিশ্রণ যা দিয়ে সুস্বাদু মাংস রান্না হবে খুব সহজেই। আর তীর বোরহানি মসলাতে থাকা ধনিয়া, জিরা, গোলমরিচ, সরিষা, লবণ ও চিনির পারফেক্ট ব্লেন্ড দেবে দারুণ এক শাহী স্বাদ যা বোরহানিকে করে তুলবে মুখরোচক নিমেষেই।
এছাড়াও তীর রেডিমিক্স পরিবারের হালিম মিক্স এবং ফিরনি মিক্স জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে।
ডিসক্লেইমার এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়। |