মলাশয়ে ক্যান্সারের পূর্ব লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2022 03:16 PM BdST Updated: 17 Jun 2022 03:16 PM BdST
-
ছবি: রয়টার্স।
ক্যান্সারে মৃত্যুর মধ্যে দ্বিতীয় তালিকাতেই রয়েছে মলাশয়ে ক্যান্সার। তাই লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে।
আর এই লক্ষণগুলো সম্পর্কে ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ড. গেথিন উইলিয়াম্স।
মল ও মলাশয়ে রক্ত
ক্যান্সারের কারণে মলাশয়ের রক্তনালীর আবরণ ক্ষতিগ্রস্ত হলে মলের সঙ্গে কিংবা মলাশয়ে রক্ত দেখা দেয়। এরফলে যদিও কোনো ব্যথা হয় না। আবার অর্শ রোগের কারণেও এরকম হতে পারে। এরফলে মলের সঙ্গে রক্ত মিশ্রিত হয় না, জমাট আকারে থাকে।
যেটাই হোক এর পরিস্থিতিতে অবশ্যই পরীক্ষা করা হবে চিকিৎসকের কাছে গিয়ে।
মলের ধরন পরিবর্তন
মল যদি পেন্সিলের আকারে চিকন হয়ে বের হয় তবে সেটা হতে পারে মলাশয়ে কোনো টিউমার হওয়ার লক্ষণ। কারণ টিউমারের কারণে মলাশয়ের নল চিকন হয়ে যায়। ফলে মল নিঃসরনে বেগ হওয়ার পাশাপাশি চিকন হয়ে বের হয়।
ইরিটেবল বাওয়ের সিন্ড্রমের জন্যেও এরকম হতে পারে। নিশ্চিত হওয়ার উপায় হল পরীক্ষা করানো।
ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য
বেশিরভাগ সময় ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে টিউমার। যারা মল নিঃসরণের সাধারণ গতিধারাকে ব্যহত করে।
তলপেটে ব্যথা বা খিঁচুনি
বিভিন্ন কারণ থাকলেও অন্ত্রে টিউমার হলেও গ্যাস ও ফোলাভাবের সৃষ্টি হয়। যা থেকে তলপেটে ব্যথা ও খিঁচুনি হতে পারে।
ফোলাভাব বা পেট পুরোপুরি পরিষ্কার না হওয়া অনুভূতি
সবসময় এই ধরনের সমস্যা দেখা দেওয়ার পূর্ব লক্ষণ হতে পারে মলাশয়ের ক্যান্সার।
দুর্বলতা ও অবসাদ
ক্যান্সারের সাধারণ দুই লক্ষণ দুর্বলতা ও অবসাদ। যদিও বিভিন্ন কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে।
অর্শ বা ইরিটেবল বাওয়ের সিন্ড্রমের জন্যেও এরকম হতে পারে। আর উপরের লক্ষণগুলো দেখা দেওয়া মানেই যে মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাও নয়।
তবে লক্ষণগুলো কয়েক সপ্তাহ ধরে বিরাজ করলে চিকিৎসের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন