গরমে মেইকআপ ঠিক জায়গায় রাখার উপায়
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2022 12:51 PM BdST Updated: 29 May 2022 12:51 PM BdST
গরমের সময় ব্যবহার করা দরকার পানি-রোধক মেইকআপ সামগ্রী।
সাধারণভাবে গরমকালে কম হালকা মেইকআপ করতে পরামর্শ দেওয়া হয়। তারপরও ঘাম ও তাপে জায়গা মতো মেইকআপ বসে না।
সেজন্য ভারতের মেইকআপ শিল্পী মনিকা বি টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে দিয়েছেন বেশ কয়েকটি পরামর্শ।
কমই যথেষ্ট
গরমকালে যতটা সম্ভব কম মেইকআপ করা উচিত। এরফলে দেখতেও সতেজ লাগবে এবং এটাই ‘নো মেইক আপ লুক’ হিসেবে সকলের নজর কাড়বে।
হালকা ও বাতাস চলাচলে সক্ষম
শরীরের মতো মুখের ত্বকও শ্বাস নিতে চায়। তাই হালকা ফাউন্ডেশন ও পানিরোধী মেইকআপ ব্যবহার করা ভালো। তবে মনে রাখতে হবে কার্যকর সানব্লক ও তেল বিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করা আবশ্যক।
প্রাইমার ব্যবহার
ত্বকে সঠিক প্রাইমার ব্যবহার চমৎকার মেইকআপ ‘ফিনিশিং’ দেয়। ম্যাট, তেল মুক্ত প্রাইমার ফাউন্ডেশনের আগে ব্যবহার করলে মেইকআপ নিখুঁত হবে। এই ধরনের প্রাইমার গরমে গলে যায় না ফলে মেইকআপ স্থায়ী হয়।
কন্সিলারের জাদু
ত্বকে কোনো রকমের দাগ ছোপ বা বিবর্ণতার সমস্যা না থাকলে নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন।
এক্ষেত্রে ত্বকে কন্সিলান ছাড়া অন্য কোনো প্রসাধনী বা ফাউন্ডেশনের প্রলেপ দেওয়ার প্রয়োজন নেই।
বিবি ক্রিম এবং রঙিন ময়েশ্চারাইজার ত্বকে মাঝারি রকমের ‘কভারেজ’ দেয় এবং ত্বকে প্রাকৃতিকভাব ধরে রাখে।
পাউডার ব্যবহার
এটা যে কোনো আবহাওয়াতেই ব্যবহার করা যায়। ট্রান্সলুসেন্ট বা কমপ্যাক্ট পাউডার মেইকআপের বেইস সেট করতে সাহায্য করে।
ঘামরোধী প্রসাধনী
গ্রীষ্মকালে পানিরোধী মেইকআপ কেনা বুদ্ধিমানের কাজ। পানিরোধী মাস্কারা, আই লাইনার/ কাজল ইত্যাদি ব্যবহার ত্বকে মেইকআপ ছড়িয়ে যাওয়ার ঝামেলা এড়াতে সহায়তা করে।
সঠিকস্থানে হাইলাইটার ব্যবহার
গরমকালে সাধারণত হাইলাইইটার ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়। হাইলাইটারের বদলে ব্রোঞ্জার ব্যবহার ত্বকে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
ত্বকে পছন্দ-সই পাউডার ব্লাশ ব্যবহার করতে হবে এতে সারাদিন ত্বক দেখতে সতেজ লাগবে।
সেট করার স্প্রে
মেইকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করা উচিত। এতে মেইকআপ নষ্ট হবে না ও সারাদিন স্থায়ী হবে।
ছবির মডেল: জাকিয়া উর্মি। মেইকাআপ: বিন্দিয়া বিউটি পার্লার। আলোকচিত্র: ঋতিকা আলী।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম