কালচেভাব অস্বস্তিকর। অথচ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক উপাদানে কালচেভাব দূর করা যায়।
Published : 23 Feb 2022, 11:25 AM
এই বিষয়ে ‘রেড বিউটি স্যালন’য়ের কর্ণধার ও রূপবিশেজ্ঞ আফরোজা পারভীন বলেন, “কালচেভাব দূর করার জন্য সপ্তাহে কেবল দুএকদিন পদক্ষেপ নিলে চলবে না। নিয়মিত এর যত্ন নিতে হবে ও প্যাক ব্যবহার করতে হবে।”
সপ্তাহে এক এক দিন একএক রকম প্যাক ব্য্যবহার করলে একঘেয়েমি লাগবে না। এবং কাজও হবে।
* টক দই, হলুদের গুঁড়া ও কাগজি লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে বগলে ব্যবহার করতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে আলতো মালিশ করে ত্বকে ধুয়ে ফেলতে হবে।
* পানি দিয়ে বাহমূল ভালো মতো পরিষ্কার করে তাতে ফিটকিরি মালিশ করতে হবে। দশ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।
* পাকা কলা পেস্ট করে বগলে ব্যবহার করে রেখে দিতে হবে। দশ থেকে পনের মিনিট অপেক্ষা করে আলতো মালিশ করে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের কালচেভাব দূর হবে ও আর্দ্রতা বজায় থাকবে।
* আলু কুচি করে কেটে তার রস বাহুমূলে মালিশ করলে কালচেভাব দূর হয়।
নিজের সুবিধা মতো দুতিনটি প্যাক বাছাই করে সপ্তাহের সাত দিনই ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
এসব প্যাক ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ফলাফলও ভালো বলে জানান এই রূপ বিশেষজ্ঞ।
আরও পড়ুন