করোনাভাইরাস পরীক্ষা করান ঘরে বসেই

কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়েছেন কিনা সেটা পরীক্ষার জন্য বাইরে যাওয়ার দরকার নেই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2022, 02:19 PM
Updated : 2 Feb 2022, 02:19 PM

করোনাভাইরাসে আক্রান্ত রোগী ঘরের বাইরে যাওয়া মানেই ভাইরাস ছড়ানোর আশঙ্কা বৃদ্ধি। আবার পরীক্ষাও তো করাতে হবে।

এজন্য সবচাইতে ভালো হয় যদি ঘরে বসেই পরীক্ষা করিয়ে ফেলা যায়। আর সেই সুবিধা দিচ্ছে রাজধানীর কয়েকটি হাসপাতাল ও অনলাইন প্রতিষ্ঠান।

এসবের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেইসবুকের তথ্যানুসারে জানানো যোগাযোগ মাধ্যম ও খরচ সম্পর্কে।

প্রাভা হেল্থ

যে কোনো সময়ে ১০৬৪৮ নম্বরে ফোন করে বুকিং দিলে রোগীর বাসায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে তারা। এক রোগীর জন্য খরচ হবে ৩ হাজার ৭শ’ টাকা।

১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করা হবে। আর নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল রোগীর মোবাইলে এসএমসএস’য়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

পাশাপাশি বিস্তারিত রিপোর্ট ইমেইল’য়ের মাধ্যমে রোগীর কাছে পাঠানো হয়।

ইউনাইটেড হাসপাতাল

১০৬৬৬ কিংবা ০২-২২২২৬২৪৬৬ নম্বরে ফোন করতে হবে ঘরে বসে করোনা পরীক্ষার নমুনা দিতে চাইলে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে ইউনাইটেড হাসপাতালের নমুনা সংগ্রহকারী দল। খরচ ৩ হাজার ৭শ’ টাকা। ১২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল দেয় হাসপাতালটি।

এভারকেয়ার হাসপাতাল

এই হাসপাতালে শুধু কোভিড পরীক্ষার খরচ ৩ হাজার টাকা। রোগীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহের জন্য হাসপাতালকে দিতে হবে ৮শ’ টাকা।

আর যারা প্রথমবার এই হাসপাতালের সেবা নিচ্ছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে, যে জন্য লাগবে আরও ২শ’ টাকা।

যোগাযোগের জন্য ফোন করতে হবে ১০৬৭৮ কিংবা ০১৭৫৫-৬৪৪৭৪৭ নম্বরে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

সেইফ হুইল

অনলাইনভিত্তিক এই প্রতিষ্ঠান হাসপাতাল ও পরীক্ষা করাতে আগ্রহী ব্যক্তির মধ্যে সেতুবন্ধন।

যেসব হাসপাতালে কোভিড পরীক্ষা করা হয় কিন্তু রোগীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের সুযোগ সেই হাসপাতাল কিংবা পরীক্ষাগারগুলোর মধ্যে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে এমন অনলাইন প্রতিষ্ঠান গড়ে উঠেছে অনেক। এগুলোতে কোভিড পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষার বুকিংও দেওয়া যায়।

সেইফহুইল’য়ে ‘আরটি-পিসিআর’ পরীক্ষার জন্য সবসহ খরচ ২ হাজার ৭শ’ টাকা। আর ‘অ্যান্টিজেন’ পরীক্ষার খরচ ১ হাজার ২শ’ টাকা।

বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে তাদের ফেইসবুক পেইজে কিংবা ফোন করতে হবে ০১৩২২-৮৪৫৮৩৬ নম্বরে। রিপোর্ট পাওয়া যাবে ২৪ ঘণ্টার মধ্যে।

থাইরোকেয়ার

১০৬৫৯ নম্বরে ফোন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুকিং দিতে হয়। পরীক্ষার খরচ ২ হাজার ৫শ’ টাকা। আর নমুনা সংগ্রহের জন্য খরচ ১ হাজার টাকা। ২৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

এছাড়াও আছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, আমার ল্যাব, ডক কিউর ইত্যাদি।

আরও পড়ুন