সুন্দরী প্রতিযোগিতা ও বিয়ের পোশাকের বিতান
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 01:17 AM BdST Updated: 18 Jan 2022 01:22 AM BdST
বিশ্বরঙ আয়োজন করেছে বাসন্তী সুন্দরী প্রতিযোগিতা। যাত্রা শুরু করলো ‘বিভা ক্রিয়েশন্স’।
‘বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগিতা

দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন। সদ্য তোলা ফোর আর চার কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।
বিশ্বরঙ ২৬ বছরের পথ চলায় অনেক নতুন মডেল উপহার দিয়েছে। তাদের আয়োজনে ‘২০-২০ কালারস্’ এবং ‘শারদ সাজে বিশ্ব রঙ এর দিদি’ প্লাটফর্ম থেকে বিজয়ী হয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এই আয়োজন।
গুলশানে ওয়েডিংমল ‘ভিভা ক্রিয়েশন্স’ উদ্বোধন

শুভেচ্ছা বক্তব্যে রাখেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভিভা ক্রিয়েশন্সের পরিচালক জিল্লুর রহমান।
তিনি বলেন, “দেশের বাইরে গিয়ে যারা বিয়ের শপিং করতে চান তাদের কথা মাথায় রেখেই হাতের নাগালে উপমহাদেশের সেরা ডিজাইনারদের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে এসেছি আমরা।”
এরমধ্যে রয়েছে- বিয়ের এক্সক্লুসিভ শাড়ি, লেহেঙ্গা, শারারা, শেরওয়ানি, গায়ে হলুদের কালেকশন, পাগড়ি ও পাঞ্জাবি। উপমহাদেশের বিভিন্ন এলাকার সম্পূর্ণ নতুন নকশার শাড়ি। রাজকীয় ইমিটেশন জুয়েলারি, লং কামিজ, থ্রি-পিস, টপস, পার্স ও জুতা ছাড়াও রয়েছে শিশুদের পোশাক।
আরও উপস্থিত ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নায়ক রিয়াজ এবং অভিনেত্রী নিপুন, ভিভা ক্রিয়েশন্সের চেয়ারম্যান রাকিব উদ্দিন (জুয়েল ঢালি), ভিভা ক্রিয়েশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ।
সর্বাধিক পঠিত
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!