পঁচিশের পরে ত্বকের যত্ন
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2022 11:29 AM BdST Updated: 12 Jan 2022 11:29 AM BdST
পঁচিশের পরে ত্বক হতে থাকে পাতলা। তিনটি উপাদান ত্বককে বাঁচাতে পারে বয়সের ছাপ থেকে।
যুক্তরাষ্ট্রের ‘স্কিন স্পিরিট’য়ের নন্দনতত্ত্ব-বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত ও নিবন্ধিত সেবিকা মিন্ডি সিম্পসন বলেন, “বয়স বিশের পর থেকে ত্বকে কোলাজেন উৎপাদনের হার হ্রাস পেতে থাকে। ফলে কমতে থাকে ত্বকের স্থিতিস্থাপকতা, ত্বক হারাতে থাকে তারুণ্য।”
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে সিম্পসন, বয়সের ছাপ কমাতে মৌলিক ‘অ্যান্টি এইজিং’ প্রসাধনীর উপকরণ সম্পর্কে বলেন, “বয়সের ছাপ কমাতে মৌলিক তিনটি উপদান হল- রাতে রেটিনল, সকালে ভিটামিন সি এবং সানস্ক্রিনের ব্যবহার।”
নিয়মিত এই তিন উপাদান ব্যবহার ত্বকের বয়সের ছাপ কমায়।
দৈনিক পরিচর্যার পরে ত্বকের বাড়তি যত্ন নিতে পরের ধাপের প্রসাধনী, ‘ট্রিটমেন্ট’ এবং পদ্ধতি অনুসরণ করতে হবে।
রেটিনল
ভিটামিন এ থেকে উৎপন্ন হয়। আর এটা ত্বকে কোলাজেনের নিঃসরণ বাড়াতে এবং নতুন কোষ পুনর্গঠনে সহায়তা করে।
ভিটামিন সি
প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা উন্মুক্ত রেডিকেলের কারণে হওয়া ক্ষয় থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ভিটামিন সি’য়ের ওপরে সানস্ক্রিন ব্যবহার ত্বকে বাড়তি সুরক্ষা যোগায়।
সানস্ক্রিন
এর ব্যবহার নিয়ে কোনো দ্বিধা রাখা যাবে না। ত্বকের যত্নে প্রতিদিন সানব্লক ব্যবহার করতেই হবে। বয়সের ছাপ পড়ার ৯৫ শতাংশ কারণ নির্ভর করে সূর্যরশ্মি।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি