প্রাকৃতিক উপকরণ দিয়ে বাহুমূলের কালচেভাব হালকা করা যায়।
Published : 27 Dec 2021, 02:11 PM
নানান কারণে এই কালচেভাবের সৃষ্টি হয়। এইদাগ দূর করা যায় নানান প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে।
বাহুমূলের কালচে দাগ কমায় এমন প্রচলিত কয়েকটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে জানানো হল টাইমস অব ইন্ডিয়া’তে প্রকাশিত প্রতিবেদনের আলোকে।
বেইকিং সোডা: পানি ও বেইকিং সোডা মিশিয়ে ঘন করে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণ ত্বক স্ক্রাব করতে সহায়তা করে। স্ক্রাব করা হয়ে গেলে ত্বক ভালো মতো ধুয়ে মুছে নিতে হবে।
নারিকেল তেল: সারা পৃথিবী জুড়েই নারিকেল তেল বেশ পরিচিত ও সমাদৃত। এতে আছে ভিটামিন ই যা ত্বককে প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করতে সহায়তা করে। বাহুমূলে নারিকেল তেল মালিশ করে ১৫ মিনিট পর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
অ্যাপল সাইডার ভিনিগার: দেহের মেদই কাটায় না বরং এতে মৃদু অ্যাসিড থাকায় ত্বকের মৃত কোষ দূর করতেও সহায়তা করে।
দুই টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে বেইকিং সোডা মিশিয়ে বাহুমূলে ব্যবহার করতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কালচেভাব দূর হবে।
জলপাইয়ের তেল: সৌন্দর্যচর্চায় জলপাইয়ের তেলের ব্যবহার বেশ জনপ্রিয়। জলপাইয়ের তেলের সঙ্গে বাদামি চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। বাহুমূলে এই স্ক্রাব দিয়ে দুতিন মিনিট মালিশ করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
লেবু: লেবু প্রাকৃতি ব্লিচিং উপাদান সমৃদ্ধ। প্রতিদিন গোসলের আগে দুতিন মিনিট অর্ধেকটা লেবু কালো অংশে মালিশ করে নিন। কয়েকদিন ব্যবহারে পার্থক্য লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন