ঝটপট উজ্জলতা বাড়ানোর ঘরোয়া মাস্ক
তৃপ্তি গমেজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2021 11:34 PM BdST Updated: 13 Dec 2021 11:34 PM BdST
ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বলভাব আনা যায় প্রাকৃতিক নানান উপাদানের সাহায্যে।
মাঝে মধ্যেই ত্বকে ফুটে ওঠে ক্লান্তির ছাপ। রাতে ঘুম না হওয়া, কাজের বাড়তি চাপ, নিয়মিত পরিচর্যার অভাব ইত্যাদি নানান কারণে ত্বক হতে পারে মলিন।
শিবানী’জ অ্যারোমার কর্ণধার শিবানী দে বলেন, “ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের কোনো তুলনা হয় না।”
দ্রুত ত্বকে উজ্জ্বলভাব আনতে ঘরে মাস্ক তৈরির উপায় ও উপকারিতা সম্পর্কে জানান তিনি।
উপকরণ
ময়দা, চালের গুঁড়া, ওট মিল, মধু, কর্ন ফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, টক দই ও লেবুর রস।
তৈরি পদ্ধতি
এক চা-চামচ ময়দা, চালের গুঁড়া ও ওটমিল নিয়ে সঙ্গে এক চা-চামচ টক দই, একটা ডিমের সাদা অংশ, এক চা-চামচ কর্নফ্লাওয়ার ও মধু এবং এক চা-চামচ লেবুর রস নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে।
ব্যবহার
উপাদানগুলো ভালো মতো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। মাস্কটি মুখ, গলা ও ঘাড়ে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
এরপর সাধারণ পানি দিয়ে ত্বক ভিজিয়ে নিয়ে আলতো করে মালিশ করে ভালো মতো ধুয়ে ফেলতে হবে।
পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ পেঁচিয়ে মুখ মুছে নিলে ত্বকের উজ্জ্বল ও সতেজভাব স্থায়ী হবে।
উপকারিতা
ওটমিল ত্বককে স্ক্রাব করতে সাহায্য করে, টক দই ও লেবুর রস ত্বক পরিষ্কার করে।
অন্যদিকে মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ডিমের সাদা অংশ ত্বকের কালচেভাব দূর করতে সহায়তা করবে।
ময়দা, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া ত্বকের রোদপোড়াভাব কমাতে সাহায্য করবে।
যে কোনো সময়ে ত্বকের ক্লান্তিভাব দূর করতে এই মাস্ক চমৎকার কাজ করে। তাই ক্ষতি ছাড়াই ত্বকে উজ্জ্বলভাব আনতে নিয়মিত এই ম্যাস্ক ব্যবহার করা যেতে পারে।
ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন