মেইকআপ তোলার সহজ উপায়

মেইকআপ ত্বকের খুঁত ঢাকে ঠিকই। তবে ঠিক মতো তোলা না হলে ত্বকে দেখা দিতে পারে নানান সমস্যা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 02:58 PM
Updated : 3 Nov 2021, 02:58 PM

ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সহজে মেইকআপ তোলার পন্থা সম্পর্কে জানানো হল।

মেইকআপ ওয়াইপ্সের পরে মুখ ধোয়া

আমরা অনেকেই মেইকআপ ওয়াইপ্স ব্যবহারের পরে ফেইশ ওয়াশ ব্যবহার করে মুখ ধুই না। এটা অনেক বড় ভুল। এই ওয়াইপ্স মুখ ধোয়ার আগে ত্বক পরিষ্কার করতে ভালো কাজ করে। পানি দিয়ে মুখ না ধুয়ে কেবল ওয়াইপ্স ব্যবহারের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে ব্রণ, র‍্যাশ ও ব্ল্যাক হেডস দেখা দিতে পারে।

তাই প্রথমে ওয়াইপ্স ব্যবহার করতে হবে। পরে মুখ ভালো মতো ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ভালো মতো পরিষ্কার করা

মেইকআপ তুলতে সক্ষম এমন ফেইশ ওয়াশ ব্যবহার করা উচিত। মুখে ফেইস ওয়াশ মেখে ১৫ থেকে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর সারা মুখ চুলের রেখা ও কানের চারপাশ ভালো মতো মালিশ করে পরিষ্কার করে নিতে হবে।

মুখে ভাপ নেওয়া

মুখ থেকে শত ভাগ মেইকআপ তোলার সহজ উপায় হল মুখে ভাপ নেওয়া। মেইকআপ তোলার আগে ভাপ নিলে লোমকূপ উন্মুক্ত হয়ে যায়। আর ত্বকের গভীর থেকে বাড়তি অংশ বের হয়ে যায়।

মাইসেলার ওয়াটার

ত্বক পরিষ্কার করার সবচেয়ে ভালো প্রসাধনী হল মাইসেলার ওয়াটার। এটা মেইকআপ তোলার পাশাপাশি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

চোখের দিকে বাড়তি মনোযোগ দেওয়া

চোখের মেইকআপ তোলা সবচেয়ে বেশি কষ্টকর। তাই চোখের জন্য বিশেষভাবে তৈরি এমন প্রসাধনী দিয়ে মেইকআপ তোলা নিরাপদ।

ত্বকের সঙ্গে মানানসই এবং এবং চোখের মেইকআপ তুলতে সক্ষম এমন প্রসাধনী বাছাই করা উচিত।

তুলার বল ব্যবহার

অনেক প্রচেষ্টার পরেও ত্বক থেকে সম্পূর্ণ মেইকআপ নাও উঠতে পারে। সেক্ষেত্রে তুলার বলের সাহায্য নিতে হবে।

প্রয়োজনে মেইকআপ রিমুভার আবার তুলার বলে নিয়ে মুছে নিতে হবে। এই সামান্য ধাপটাই ত্বককে ব্রণ ও ব্ল্যাক হেডস থেকে মুক্ত রাখতে সহায়তা করে।

আরও পড়ুন