ফ্যাশনের খোঁজখবর

বিশ্বরঙ ও যথাশিল্পের বিশেষ আয়োজন। ডিমান্ড’য়ের মূল্যছাড়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2021, 07:43 AM
Updated : 15 August 2021, 07:43 AM

জাতির পিতার প্রতিকৃতি তাঁতে বোনা শাড়ি

১৫ অগাস্ট উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বরঙ’য়ের এই বিশেষ আয়োজন।

সাদা জমিনে কালো রংয়ের কারুকাজ আর আঁচলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। পুরো শাড়ি তৈরি হয়েছে তাঁতের বুননে।

বিশ্বরঙ’য়ের কর্ণধার বিপ্লব সাহা বলেন, “শাড়িটা আসলে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বরঙ’য়ের এই বিশেষ আয়োজন। যে শাড়িতে মিশে আছে তাদের প্রতি অকৃত্রিম মায়া, শ্রদ্ধা ও ভালোবাসা।”

এই ফ্যাশন ডিজাইনার আরও জানান, প্রায় দুবছর আগেই শাড়িগুলো তৈরি করা হয়েছিল। তবে মহামারী আর লকডাউনের কারণে প্রদর্শন করা সম্ভব হয়নি।

ডিমান্ড’য়ে মূল্যছাড়

সাত বছর পূর্তি উপলক্ষ্যে তৈরি পোশাকের এই প্রতিষ্ঠান মূল্যছাড়ের আয়োজন করেছে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিক্রয়কেন্দ্রগুলোতে ৫০ শতাংশ মূল্যছাড়ের এই সুযোগ থাকবে ১৮ অগাস্ট পর্যন্ত।

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও এই সুযোগ পাওয়া যাবে।

বঙ্গবন্ধু স্মরণে যথাশিল্পের বিশেষ আয়োজন

বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতিশ্রদ্ধা ও সম্মান জানাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে তারা।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারা তৈরি করেছে বঙ্গবন্ধু নোটবুক।

মখমল অথবা সিল্ক কাপড়ের কভারে ধাতব পাতে এচিং ও কাঠে আধুনিক পদ্ধতিতে এনগ্রেভ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণরত প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সিরিজে আছে বাংলাদেশের পতাকা ও মানচিত্র সম্বলিত টিশার্ট, নোটবুক, স্লিপবক্স ইত্যাদি।

মাস জুড়ে এইসব পণ্যের ওপর থাকছে ১৫ শতাংশ মূল্যছাড়।