মাস্ক পরেও মেইকআপ ঠিক রাখার উপায়

মহামারীর বিধিনিষেধে বদলে গেছে জীবনের ছন্দ। সাজসজ্জাও সেখানে ব্যতিক্রম নয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 09:26 AM
Updated : 8 July 2021, 09:28 AM

ঘরে থাকলেও অনলাইন মিটিং থাকতে পারে। সেথায় আলুথালু অবস্থায়তো আর অংশ নেওয়া যায় না।

আবার কোথাও গেলে মেইকআপ ঠিক রেখে মাস্ক পরাও কষ্টসাধ্য। বিশেষ করে ঘাম আর তৈলাক্ত ত্বকের অস্বস্তি তৈরি করে বেশি।  

টাইমস অফ ইন্ডিয়া’তে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় রূপ বিশেষজ্ঞ সামাইরা সান্ধু মাস্ক পরার পর চেহারার উন্মুক্ত অংশের সৌন্দর্য বাড়াতে মেইকআপের সঠিক উপায় অবলম্বনের পরামর্শ দেন।

তাছাড়া মিটিংয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতেও সাজের প্রয়োজন।

এই মৌসুমে তিনি পানিরোধক প্রসাধনী ব্যবহারের পরামর্শ দেন যেন সাজ ঘাম ও তেল মুক্ত থাকে।

তিনি পরিমাণে কম প্রসাধনী ব্যবহারের কথা বলেন। প্রসাধনীর বেশি পরিমাণ ত্বকে ব্রণ ও র‍্যাশ সৃষ্টি করতে পারে।

মাস্ক ব্যবহার করতে হলে ঘন গাঢ় লিপস্টিক এড়িয়ে চলাই শ্রেয়। না হলে মাস্কের ভেতরের অংশে লিপস্টিক লেগে লেপটে যাবে। একক্ষেত্রে হালকা লিপজেল অথবা পানিরোধক বা ‘কিস প্রুফ’ লিপস্টিক ব্যবহার করা ভালো।

অনলাইন মিটিংইয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার কয়েকটি উপায় সম্পর্কে জানান সামাইরা সান্ধু।

* চোখের নিচে সামান্য পরিমাণে কন্সিলার ব্যবহার করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিন। দেখতে সতেজ ও প্রাণবন্ত লাগবে।

* ঘন, লম্বা ও বাঁকানো চোখের পাপড়ি দেখতে ভালো লাগে। তাই সাজে মাস্কারার ব্যবহার রাখা যায়। 

* ঘন ভরাট ভ্রু এখনকার ট্রেন্ড। স্বচ্ছ ভ্রু জেল ব্যবহার করে ভ্রুয়ের আকার ঠিক করে চেহারার কাঠামো সুস্পষ্ট করে তোলা যায়।

* ত্বকে সতেজভাব আনতে চাইলে ক্রিমভিত্তিক ব্লাশ বা আভা ব্যবহার করুন, চেহারার ক্লান্তিভাব কমে যাবে।

* সাজের পরিপূর্ণতা আনতে ঠোঁটে রঙিন লিপস্টিক ব্যবহার করুন।

এবার জুম মিটিংয়ের জন্য আপনি সম্পূর্ণভাবেই তৈরি।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন