চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও সাজ পোশাক হোক আকর্ষণীয়

বয়স বেড়েছে বলেই যে লাল রং ব্যবহার বাদ দিতে হবে এমন কোনো কথা নেই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 03:59 PM
Updated : 4 July 2021, 03:59 PM

প্রতিটা বয়সের সৌন্দর্য আলাদা। একে ভিন্ন ভিন্নভাবে উপলব্ধি করতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাজ পোশেকেও পরিবর্তন আনতে হয় বয়সের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য।

চিকন দেখাতে কালো রংয়ের পোশাক

বয়স চল্লিশ পার হয়েছে মানেই যে একরঙা পোশাক পরতে হবে বা নিজেকে চিকন দেখানো নিয়ে উদ্বেগে ভুগতে হবে এমনটা নয়।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, সম্পূর্ণ কালো রংয়ের পোশাক পরা চেহারায় প্রভাব ফেলে।

‘স্টাইলিস্ট’ এবং যুক্তরাষ্ট্রের ফ্যাশন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘কিউভিসি’র ফ্যাশন উপস্থাপক ট্রেসি গোল্ড ব্যাখ্যা করেন, “মুখের কাছাকাছি কালো রং দেখতে বয়স্ক লাগে। মুখের কাছাকাছি উজ্জ্বল রংয়ের ব্যবহার চেহারায় তারুণ্য বাড়ায় ও সতেজভাব আনে।”

ছোট পোশাক পরা বাদ দেওয়া

বয়স বেড়েছে বলেই স্কার্ট পরা বাদ দিতে হবে এমন কোনো কথা নেই।

‘বেস্টলাইফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে গোল্ড এই ব্যাপারে বলেন, “ছোট পোশাকের সঙ্গে লেগিংস বা ‘টাইটস’ পরেও আকর্ষণীয় থাকা যায়।”

হাত কাটা পোশাক না পরা

গরমে ফুল হাতা পোশাকে গরম আরও বেশি লাগে।

গোল্ডের মতে, চাইলে এই সময়ে হাতা কাটা পোশাক বাছাই করতে পারেন। তবে কেউ যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে ছোট হাতা বা নকশা করা ঢিলে হাতার পোশাকও পরা যেতে পারে।

সময়ের স্রোতে না থাকা

বয়স বেড়েছে বলে চলতি ফ্যাশন অনুসরণ করছেন না, এমন কোনো নিয়ম নেই।

“ব্যক্তিত্ব ও গায়ের সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করে নিন”, বলেন গোল্ড। 

তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরতে চাইলে দুয়েকটা নিজের পছন্দসই পোশাক পরে দেখতে পারেন।

বড় চুল না রাখা

বয়স বাড়লে ছোট চুলে দেখতে বয়স কম লাগে। তার মানে এই নয় যে এখনই চুল কেটে ছোট করে ফেলতে হবে।

গোল্ডের মতে, চুল ভালো থাকলে অকারণে কেটে ফেলার প্রয়োজন নেই। চুল ছোট বা বড় যেমনই হোক তা ভালো থাকা জরুরি।

সাদা চুল ঢেকে রাখা

বয়সের ছাপ পড়ে চুলে। সাদা চুল যদি চেহারার সঙ্গে মানিয়ে যায় তাহলে তো কোনো কথা নেই।

তবে যদি এই সাদা চুল আড়াল করতে চান তাহলে রং করা যেতে পারে বলে জানান, গোল্ড।

বাদামি ও কালো রং না মেশানো

কালো রং সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়।

নিউ ইয়র্ক’য়ের ফ্যাশন ডিজাইনার প্রিসিলা ভন সেরোলা বলেন, কালো ও বাদামি দুটোই নিরপেক্ষ রং। তাই একসঙ্গে পরা যেতেই পারে।

তার মতে, এই দুই রং পরিপূরক হিসেবে বা সংমিশ্রণে নকশা করা পোশাক পরলে আকর্ষণীয় লাগে।

নীল ও কালোর সংমিশ্রণ না ঘটানো

কালো ও গাঢ় নীল রং এক না হলেও কাছাকাছি। তাই বলে একই সময়ে এই দুই রংয়ের পোশাক পরা যাবে না এমন কোনো নিয়ম নেই বলেই মনে করেন, যুক্তরাষ্ট্রের ‘ফ্যাশন ইনফ্লুয়েন্সার’ লিজ জেনাল্ট।

উদাহরণ স্বরূপ- কালো চামড়ার জ্যাকেটের সঙ্গে উজ্জ্বল নীল জিন্স ও কালো জুতা দেখতে সুন্দর লাগে।  

উজ্জ্বল রং ও নকশার সংমিশ্রণ না ঘটানো

অথচ বিষয়টা উল্টো। মিশ্র নকশা ও উজ্জ্বল রংয়ের পোশাক যে কোনো বয়সেই মানিয়ে যায় বলে মনে করেন, বিশেষজ্ঞরা।

ভন সোরেলা পরামর্শ দেন, “উজ্জ্বল রংয়ের সঙ্গে নকশাদার পোশাক মিলিয়ে পরতে থাকুন। খালি খেয়াল রাখুন রং ও নকশা যেন সংঘাত সৃষ্টি না করে।”

লম্বা পোশাক

অনেকেই বলবে বয়স বেড়েছে, তাই ঢিলেঢালা পোশাক পরাই উচিত।

বিষয় হচ্ছে লম্বা কিংবা ঢিলেঢালা পোশাকও আকর্ষণীয় হয় যদি সেটা দেহের সঙ্গে মানানসই হয়।  

লম্বা ঢিলা পোশাক মানেই যে বালিশের খোলসের মতো একটা কাপড় পরতে হবে এমন চিন্তা বাদ দিন।

দেশীয় স্টাইলে লম্বা সালোয়ার কামিজ কিংবা নকশাদার ঢিলেঢালা আরামদায়ক পাজামা পরা দোষের কিছু নয়।

যুক্তরাষ্ট্রের ‘প্রিন্টফ্রেশ’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যামি ভোলোসিনের মতে, “বয়স বাড়া মানেই ঢিলেঢালা পোশাক পরা নয়। বর্তমানে বাজারে নানা রকমের নকশা করা পাজামা পাওয়া যায় যা দেখতে সুন্দর ও আরামদায়ক। তাছাড়া এতে দেখতে তারুণ্যময় ও আরামদায়কও লাগে।”

ডাবল ডেনিম না পরা

শীত কালে জিন্স পরতে আরাম। তবে বয়স বেড়েছে চিন্তা করে একই সঙ্গে জিন্সের জ্যাকেট ও প্যান্ট পরা যাবে না এমন কোনো বিষয় নেই।

ছবি সৌজন্যে: কে ক্র্যাফট

আরও পড়ুন