বর্ষায় ধাপে ধাপে ত্বকের পরিচর্যা

বর্ষা মৌসুমে সঠিক পরিচর্যা না করলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 04:18 AM
Updated : 29 June 2021, 04:18 AM

যেকারণে নিয়মিত ত্বকের যত্ন নিতে সাধারণ কিছু নিয়ম মেনে চলা দরকার।

‘পিংকভিলা ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতী রূপবিশেষজ্ঞ চিংকল আনন্দ বলেন, “বর্ষায় ত্বক ভালো রাখতে ও ত্বকের পিএইচয়ের ভারসাম্য বজায় রাখতে সঠিক পরিচর্যার প্রয়োজন।”

এই মৌসুমে ত্বক ভালো রাখার উপায় সম্পর্কে তিনি বেশ কয়েকটি পন্থাও উল্লেখ করেন।

- খাবারে মৌসুমি ফল, সবুজ সবজি, ভিটামিন সি, ডি এবং ই সমৃদ্ধ সম্পূরক খাবার গ্রহণের পাশাপাশি দৈনিক আট থেকে ১০ গ্লাস পানিও পান করুন।

- দিনে তিন চার বার ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

- ময়েশ্চারাইজার ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করে টোনার ও সেরাম ব্যবহার করে নিন।

- ত্বক তৈলাক্ত হলে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার ও শুষ্ক ত্বকে সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

- ত্বকে যতটা সম্ভব হালকা ও তরল ভিত্তিক প্রসদনী ব্যবহার করা উচিত।

- বাইরে যাওয়ার আগে অবশ্যই প্রতিদিন এসপিএফ ৩০/৫০ ইউভিএ/ইউভিবি সান প্রোটেকশন ব্যবহার করতে হবে।

- ত্বক মসৃণ রাখতে নিয়মিত গোলাপ জল ও বরফ ব্যবহার করুন।

- ত্বকের অতিরিক্ত আর্দ্রতা কমাতে এক্সফলিয়েট ও ক্লে মাস্ক ব্যবহার করা ভালো।

ঘরে তৈরি নানা প্যাক যেমন- মধু ও কলা, দই ও বেসনের সঙ্গে হলুদ, তাজা অ্যালোভেরা, মুলতানি মাটি ইত্যাদি ব্যবহার ত্বক সুন্দর রাখতে সাহায্য করে।

- ‘নন-কমেডোজেনিক’ উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা উচিত। এতে ব্রণ ও লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে।

- বর্ষাকালে পানিরোধক প্রসাধনী ও মেইকআপ যেমন- প্রাইমার, টিন্টেড ময়েশ্চারাইজার, কন্সিলার, ফাউন্ডেশন ইত্যাদি ব্যবহার করা করুন। এতে মেইকআপ ধুয়ে যাওয়ার ঝুঁকি কমে।

- ত্বক থেকে মেইকআপ তুলতে অবশ্যই ‘মাইসেলার ওয়াটার’ ব্যবহার করবেন । 

- ত্বকের বিশেষ কোনো সমস্যা দেখা দিলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শে নানা রকমের উপাদান যেমন- আবদ্ধ লোমকূপ ও ব্রণের জন্য স্যালসাইলিক অ্যাসিড, এএইচএ প্রসাধনী- গ্লাইকোলিক অ্যাসিড/ ল্যাক্টিক অ্যাসিড/ সিট্রিক অ্যাসিড/ ম্যালিক অ্যাসিড/ ম্যানডেলিক অ্যাসিড/ টারটারিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে ত্বকের মলিনতা দূর করা যায়।  

- ত্বক ভেতর ও বাইরে থেকে ভালো রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। নিয়মিত এর ধারাবাহিকতা ধরে রাখলে পরিবর্তন চোখে পড়ে।

- ত্বক ভালো রাখতে তাকে দিনে সুরক্ষিত রাখতে হবে এবং রাতে তার সঠিক যত্ন নিতে হবে।

ছবির মডেল: বৃষ্টি। ছবি: মুন্তাকিম। সৌজন্যে: রঙ বাংলাদেশ।

আরও পড়ুন