গরমে আরামদায়ক কাপড়

শুধু সুতি নয়, লিনেন বা সিল্ক কাপড়ও গরমে স্বস্তি দেয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 06:59 AM
Updated : 15 June 2021, 06:59 AM

গরমে পোশাক হতে হবে আরামদায়ক। সহজে ঘাম শুষে নেয়, বাতাস চলাচলে সক্ষম, ওজনে হালকা এবং তাপ থেকে সুরক্ষা দেয়- এমন তন্তুর পোশাক নির্বাচন করা প্রয়োজন।

এই প্রসঙ্গে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগ’য়ের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান বলেন, “এই সময়ে সুতি, লিনেন, সিল্ক, পাতলা খাদি ইত্যাদির পোশাক বেশ আরামদায়ক। তাছাড়া, এই সকল তন্তুর যত্ন নেওয়াও বেশ সহজ।”

গরমের মৌসুমে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে হালকা রং বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। গাঢ় ও কালো রংয়ের কাপড় তাপ শোষণ করে বেশি। তাই গরম বেশি লাগে।

অন্যদিকে, হালকা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম ও চোখে দেখতেও প্রশান্ত লাগে।

গরমে ব্যবহার করা যায় এমন কয়েকটি তন্তু সম্পর্কে জানানো হল।

সুতি: গরমে সবচেয়ে আরামদায়ক প্রাকৃতিক তন্তু হল সুতি। এটা উচ্চ শোষণ ও বায়ুচলাচল ক্ষমতা সম্পন্ন। ওজনেও হালকা।

গরমে হালকা রংয়ের সুতির পোশাক বেশ আরামদায়ক এবং সহজেই যে কোনো জায়গা পরে যাওয়া যায়। তাছাড়া সুতি কাপড় পরিষ্কার করা সহজ ও সময় সাশ্রয়ী।

সিল্ক: প্রাকৃতিক তন্তু সিল্ক গরমে নির্দ্বিধায় পরা যায়। এটা ওজনে হালকা ও সহজে বহনযোগ্য। এছাড়া সিল্ক ও সুতির মিশ্র তন্তুও বেছে নিতে পারেন।

খাদি: এই কাপড় গরমের জন্য বেশ আরামদায়ক ও যত্ন নেওয়াও সহজ। তবে খাদি পাতলা হতে হবে। এটা সাধারণত নরম ও ঢিলেঢালা হয়ে থাকে এবং সহজে বাতাস চলাচলে সহায়তা করে।

খাদির ঢিলেঢালা পোশাক, পাজামা ইত্যাদি গরমকালে বেছে নিতে পারেন।

শামব্রে: যদি ডেনিম পছন্দের হয়ে থাকে তাহলে গরমে সামব্রে তন্তু বেছে নেওয়া যেতে পারে। এটা ওজনে হালকা ও উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন।

এই তন্তুর বুনন জোরালো ও ঢেউ খেলানো।

গরমে আরাম পেতে এর তৈরি শার্ট বা অন্য যে কোনো পোশাক পরতে পারেন।

লিনেন: সবচেয়ে বেশি বায়ু চলাচলে সক্ষম এই তন্তু। এটা ওজনে হালকা এবং ঘাম শোষণ ক্ষমতা বেশি।

গরমে লিনেনের পাজামা, শার্ট, টপস, কুর্তা ইত্যাদি বেশ আরমদায়ক।

আরও পড়ুন