রেসিপি: তেঁতুলের সস

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে সহজেই তৈরি করুন তেঁতুলের সস।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 06:50 AM
Updated : 6 May 2021, 06:50 AM

ফুচকা, ভেলপুরি, চটপটি, দই বড়া আরও বিভিন্ন রকমের খাবারের সঙ্গে তেঁতুলের সস না হলে যেন জমেই না!

বিভিন্ন ধরনের ফাস্টফুডের সঙ্গেও এই তেঁতুলের সসটা বেশ যায়।

দেখে নিন এর সহজ রেসিপি।

১ কাপ ঘন তেঁতুলের মাড় (তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে চটকে ছেঁকে নিয়ে তৈরি)। আধা কাপ পানি। ৩/৪ কাপ চিনি অথবা গুড়। ১ চা-চামচ বিট লবণ আধা চা-চামচ টালা মরিচের গুঁড়া। লবণ- স্বাদ অনুযায়ী। ১ চা-চামচ টালা জিরা গুঁড়া। ১ চা চামচ চাট মসলা।

একসঙ্গে সব উপকরণ মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিলেই তৈরি মজার তেঁতুলের সস।

আরও রেসিপি