গরমে ত্বকের যত্নে সাশ্রয়ী উপকরণ মুলতানি মাটি

স্বল্প খরচে ত্বকের যত্ন নিতে চাইলে মুলতানি মাটির বিকল্প অন্য কিছু হতে পারে না।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2021, 09:08 AM
Updated : 26 April 2021, 09:08 AM

ব্রণের ও তৈলাক্ত ত্বকের সমস্যা, কালচেভাব কমানো কিংবা ত্বক টানটান রাখতে মুলতানি মাটি বেশ কার্যকর।

আর মহামারীর সময়ে অতিরিক্ত অর্থ খরচ করার পরিবর্তে সাশ্রয়ী পন্থায় ত্বক পরিচর্যার উপকরণ হতে পারে এই মাটি।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমকালে ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে জানানো হল।

মুলতানি মাটি ও গোলাপ জল

তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ও গোলাপ জলের তৈরি ফেইস প্যাক কার্যকর। এটা ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখে ও অতিরিক্ত তেলের সমস্যা দূর করে।

উপকরণ: ১/৪ বা ১/৫ কাপ মুলতানি মাটি, দুতিন টেবিল-চামচ গোলাপ জল।

পদ্ধতি: উপকরণ দুটি একসংগে মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। প্যাকটি মুখের ত্বক ও গলায় মেখে শুকানোর জন্য অপেক্ষা করুন, এরপর তা ধুয়ে ফেলুন।

সপ্তাহে তিনদিন নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

মুলতানি মাটি ও টমেটোর রস

ত্বকের দাগ ছোপ দূর করতে টমেটোর রস ও মুলতানি মাটি কার্যকর। পাশাপাশি ত্বকে আনে উজ্জ্বলভাব।

উপকরণ: এক টেবিল-চামচ টমেটোর রস, এক টেবিল-চামচ মুলতানি মাটি, আধা চা-চামচ চন্দনের গুঁড়া।, আধা চা-চামচ হলুদের গুঁড়া।

পদ্ধতি: উপকরণগুলো মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করে নিন। প্যাক মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুতিনবার ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

মুলতানি মাটি ও ডিমের সাদা অংশ

এই ফেইস প্যাক ত্বকের রংয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

উপকরণ: চা-চামচের চারভাগের তিনভাগ মুলতানি মাটি, এক টেবিল-চামচ দই, ভালো মতো ফেটে নেওয়া একটা ডিমের সাদা অংশ।

পদ্ধতি: উপকরণগুলো ভালো মতো মিশিয়ে মিশি পেস্ট তৈরি করে মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর কুসুম গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।

আরও পড়ুন