কোমল ঠোঁট পেতে হলুদের ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 01:47 PM BdST Updated: 08 Apr 2021 01:47 PM BdST
-
ছবির মডেল: তাসমিয়া মীম। ছবি: দিপ্ত।
রূপচর্চার গোপন অস্ত্র হিসেবে প্রাচীনকাল থেকেই হলুদ ব্যবহৃত হয়ে আসছে।
এর উপকারিতার জন্য এখনও তা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের যত্নে হলুদের ব্যবহার সম্পর্কে জানানো হল।
এটা ত্বকের ‘পিগ্মেন্টেইশন’ কমায় ও ত্বক উজ্জ্বল করে। এছাড়াও ব্রণের সমস্যা কমাতে হলুদ কার্যকর।
হলুদ একটা জাদুকরী মসলা যা ‘কারকিউমিন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহনাশক উপাদান। এটা দাগ ছোপ দূর করতেও সহায়ক।
হলুদ ত্বকের শুষ্কতাও দূর করতে পারে। এটা ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান হিসেবেও কার্যকর।
ঠোঁটে হলুদের স্ক্রাব
ঠোঁটের মৃত কোষ দূর করে কালচেভাব কমাতে হলুদ কাজ করে।
লিপ স্ক্রাব তৈরি করতে এক চা-চামচ হলুদের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিন।
এই মিহি পেস্ট দিয়ে ঠোঁট এক মিনিট এক্সফলিয়েট করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ঠোঁট আলতোভাবে মুছে, আর্দ্রতা রক্ষা করতে নারিকেল তেল ব্যবহার করতে হবে।
এক সপ্তাহ ব্যবহারেই ভালো ফলাফল পাওয়া যায়। এতে ঠোঁট আগের চেয়ে মসৃণ হবে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে