গ্রীষ্মে ত্বকের সমস্যায় সাধারণ সমাধান

গরমে মুখের ত্বক ভালো রাখতে সাধারণ ঘরোয়া পদ্ধতি বেশ কার্যকর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2021, 07:21 AM
Updated : 5 April 2021, 07:21 AM

গরমকালে ত্বকে জ্বালা-ভাব, প্রদাহ ও ব্রণ ছাড়াও নানান ‘ব্রেকআউট’য়ের সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে কিছু ঘরোয়া টোটকা বেশ কার্যকর।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঘরোয়া উপায়ে ত্বকের সমস্যা দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

বরফ ব্যবহার: ত্বকের জ্বলুনি, প্রদাহ এবং ব্রণের আকার ও ব্যথা দ্রুত কমাতে বরফ উপকারী। ত্বকে ব্রণের প্রবণতা থাকলে বা ব্রণ উঠলে তাতে আলতোভাবে বরফ মালিশ করা হলে সঙ্গে সঙ্গেই এর পার্থক্য বোঝা যায়। এটা ব্রণের আকার ও ব্যথা সারাতে সহায়তা করে। বরফ ব্যবহারের আগে ত্বক অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

‘পিম্পল প্যাচ স্ট্রিপ’: এই ধরনের স্ট্রিপ সাধারণত প্রসাধনীর দোকানে কিনতে পাওয়া যায়। বাইরে যেখানেই যান না কেনো ‘পিম্পল প্যাচ স্ট্রিপ’ হাতের কাছে রাখা ভালো। এগুলো ‘হাইড্রোকোলেয়েডস’ সমৃদ্ধ যা ব্রণের জন্য বিশেষভাবে তৈরি। এই উপাদান সাধারণত কাটা-ছেঁড়া বা ক্ষত সারাতে ব্যবহার করা হয়।

জেল ময়েশ্চারাইজার: প্রাকৃতিক উপাদানে তৈরি জেল ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো। এটা ত্বক কোমল রাখতে সাহায্য করে। সংবেদনশীল ত্বক আর্দ্র রাখতে সেরাম   ভালো কাজ করে।

তবে এগুলোর কোনোটাই কাজ না করলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন